দক্ষিণবঙ্গ, পূর্ব মেদিনীপুর Dana Cyclone Effect On Digha: হাতে সময় ৭২ ঘণ্টা! আবহাওয়ার ভোলবদলে তোলপাড় হবে সমুদ্রে, ওড়িশা বাঁচলে বাংলার কপাল পুড়বে Gallery October 20, 2024 Bangla Digital Desk : আবারও দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে। এবার ‘ডানা’-র ঝাপটায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানা যায় হাওয়া অফিসের রিপোর্টে। Photo Courtesy- Windy.Com হাওয়া অফিস রিপোর্ট এ জানা যায় দক্ষিণ আন্দামান সাগরের একটি ঘূর্ণবাত রবিবার সৃষ্টি হয়েছে চলেছে। এই ঘূর্ণবাত মঙ্গলে পারে মধ্যে মধ্য বঙ্গোপসাগরে অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। ওড়িশার উপকূলের দিকে এগিয়ে আসবে বলে অনুমান করেছে আবহাওয়া বিশেষজ্ঞরা। Photo Courtesy- IMD / Sattellite জানা যায় এই শক্তিশালী নিম্নচাপ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘ডানা’। কালীপুজোর আগে ডানার ঝাপট পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় শনিবার কলকাতার সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কলকাতা সহ সব জেলায়। সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে শনিবার পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। শনিবারের পর মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। শনিবার বৃষ্টির পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় স্থানীয়ভাবে কয়েক পশলা বৃষ্টির জন্য বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। ১৯ অক্টোবর শনিবার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। দিঘা, হলদিয়া, তমলুক, কাঁথি ও এগরা সব জায়গাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা শনিবার দিনভর। মূলত জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে। দিঘায় সকালে এক পশলা বৃষ্টি হয়েছে। এদিন দিঘার আবহাওয়া থাকবে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাস জলীয় বাষ্পের পরিমাণ ৭৬ শতাংশ। রবি ও সোমবার শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায়। আবহাওয়া বদলে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায়। Input- Saikat Shee