দার্জিলিং

Darjeeling: গরমের ছুটিতে ৩ দিন শুধুই দার্জিলিং, রইল ২৫ ট্যুরিস্ট স্পটের হদিশ, আপনি কোনওটি মিস করেননি তো?

*দার্জিলিং এখন আর শুধু বেড়ানোর জায়গা নেই, দার্জিলিং এখন বাঙালির ইমোশন। ব্রিটিশদের কাছেও পাহাড়ের এই রানি ছিল এক অত্যন্ত প্রিয় জায়গা। গরম কালে যখন কলকাতায় হাঁফিয়ে উঠতেন সকলে, তখন তাঁরা হাজির হতেন দার্জিলিংয়ে। আজ সেই ব্রিটিশরা নেই ঠিকই, কিন্তু হিমালয়ের কোলে একইরকম সুন্দরী হয়ে রয়ে গিয়েছে দার্জিলিং। তার প্রতি পর্যটকের ভালবাসা বেড়েছে প্রতিদিন। সংগৃহীত ছবি।
*দার্জিলিং এখন আর শুধু বেড়ানোর জায়গা নেই, দার্জিলিং এখন বাঙালির ইমোশন। ব্রিটিশদের কাছেও পাহাড়ের এই রানি ছিল এক অত্যন্ত প্রিয় জায়গা। গরম কালে যখন কলকাতায় হাঁফিয়ে উঠতেন সকলে, তখন তাঁরা হাজির হতেন দার্জিলিংয়ে। আজ সেই ব্রিটিশরা নেই ঠিকই, কিন্তু হিমালয়ের কোলে একইরকম সুন্দরী হয়ে রয়ে গিয়েছে দার্জিলিং। তার প্রতি পর্যটকের ভালবাসা বেড়েছে প্রতিদিন। সংগৃহীত ছবি।
*গরমের ছুটি পড়ে গিয়েছে মাসখানেক আগেই। ক'দিন পরেই স্কুল কলেজ খুলে যাবে। তাই তার আগে যদি এখনও বেড়ানোর প্ল্যান না করেন, তাহলে অন্তত একফাঁকে দু'দিন দার্জিলিং ঘুরে আসুন। এ বার দার্জিলিং গেলে কী কী দেখবেন, রইল তালিকা। সংগৃহীত ছবি।
*গরমের ছুটি পড়ে গিয়েছে মাসখানেক আগেই। ক’দিন পরেই স্কুল কলেজ খুলে যাবে। তাই তার আগে যদি এখনও বেড়ানোর প্ল্যান না করেন, তাহলে অন্তত একফাঁকে দু’দিন দার্জিলিং ঘুরে আসুন। এ বার দার্জিলিং গেলে কী কী দেখবেন, রইল তালিকা। সংগৃহীত ছবি।
*তাহলে আর দেরী নয়, ট্রেন বা বিমানের টিকিট কেটে ফেলুন, এ বারে না হলে টিকিট হাতছাড়া হয়ে যাবে। দার্জিলিংয়ের নিকটতম বিমানবন্দর শিলিগুড়ির বাগডোগরা। রেলে চেপে নামতে পারেন নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি রেলস্টেশন। সংগৃহীত ছবি।
*তাহলে আর দেরী নয়, ট্রেন বা বিমানের টিকিট কেটে ফেলুন, এ বারে না হলে টিকিট হাতছাড়া হয়ে যাবে। দার্জিলিংয়ের নিকটতম বিমানবন্দর শিলিগুড়ির বাগডোগরা। রেলে চেপে নামতে পারেন নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি রেলস্টেশন। সংগৃহীত ছবি।
*দার্জিলিং পৌঁছে ম্যাল রোডে ঘোরাঘুরি করে নিন। কাঞ্চনজঙ্ঘা দর্শন তো করবেনই। দার্জিলিঙে গেলে ঘুরে নেবেন বাতাসিয়া লুপ এবং দালি মঠ। অবশ্য হোটেল কিংবা গাড়ির সঙ্গে কোথায় কোথায় ঘুরবেন, তা কথা বলে নেবেন। দার্জিলিং গোরস্থান লাল কুঠি, সেন্ট জোসেফ স্কুল, নর্থ পয়েন্ট, সেন্ট পলস্ স্কুল, সেন্ট অ্যান্ড্রুজ চার্চ মিস করবেন না। তবে অনেকটা সময় কাটান চৌরাস্তা এবং বাজারে। সংগৃহীত ছবি।
*দার্জিলিং পৌঁছে ম্যাল রোডে ঘোরাঘুরি করে নিন। কাঞ্চনজঙ্ঘা দর্শন তো করবেনই। দার্জিলিঙে গেলে ঘুরে নেবেন বাতাসিয়া লুপ এবং দালি মঠ। অবশ্য হোটেল কিংবা গাড়ির সঙ্গে কোথায় কোথায় ঘুরবেন, তা কথা বলে নেবেন। দার্জিলিং গোরস্থান লাল কুঠি, সেন্ট জোসেফ স্কুল, নর্থ পয়েন্ট, সেন্ট পলস্ স্কুল, সেন্ট অ্যান্ড্রুজ চার্চ মিস করবেন না। তবে অনেকটা সময় কাটান চৌরাস্তা এবং বাজারে। সংগৃহীত ছবি।
*দার্জিলিং ট্রিপে দেখে নিন টাইগার হিল, বাতাসিয়া লুপ, বুদ্ধিস্ট মনেস্ট্রি, ঘুম মনাস্ট্রি, রক গার্ডেন, দার্জিলিংয়ের চিড়িয়াখানা বা পদ্মজা নাইড়ু হিমালয়্যান জ্যুলজিক্যাল পার্ক, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, দার্জিলিং রঙ্গমঞ্চ ভবন, সেন্ট অ্যান্ড্রুস চার্চ, মহাকাল মার্কেট, মহাকাল মন্দির, অবজারভেটরি হিল। সংগৃহীত ছবি।
*দার্জিলিং ট্রিপে দেখে নিন টাইগার হিল, বাতাসিয়া লুপ, বুদ্ধিস্ট মনেস্ট্রি, ঘুম মনাস্ট্রি, রক গার্ডেন, দার্জিলিংয়ের চিড়িয়াখানা বা পদ্মজা নাইড়ু হিমালয়্যান জ্যুলজিক্যাল পার্ক, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, দার্জিলিং রঙ্গমঞ্চ ভবন, সেন্ট অ্যান্ড্রুস চার্চ, মহাকাল মার্কেট, মহাকাল মন্দির, অবজারভেটরি হিল। সংগৃহীত ছবি।
*গঙ্গা মাইয়া পার্ক বা রক গার্ডেন, নেপাল সীমানা ভিউ পয়েন্ট, ভারত নেপাল বর্ডার, জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, আভা আর্ট গ্যালারি, ডলি মনাস্ট্রি, ধীরধাম টেম্পল, রোপওয়ে, দার্জিলিং মিউজিয়াম, সেন্ট পলস গীর্জা, রক ও সংলগ্ন হনুমান মন্দির, টি গার্ডেন। সংগৃহীত ছবি।
*গঙ্গা মাইয়া পার্ক বা রক গার্ডেন, নেপাল সীমানা ভিউ পয়েন্ট, ভারত নেপাল বর্ডার, জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, আভা আর্ট গ্যালারি, ডলি মনাস্ট্রি, ধীরধাম টেম্পল, রোপওয়ে, দার্জিলিং মিউজিয়াম, সেন্ট পলস গীর্জা, রক ও সংলগ্ন হনুমান মন্দির, টি গার্ডেন। সংগৃহীত ছবি।
*বর্তমানে দার্জিলিংয়ের আনাচে-কানাচে লুকিয়ে থাকা পাহাড়ি গ্রামগুলো অফবিট স্পট হয়ে উঠেছে। শুধু দার্জিলিং নয়, এই তালিকাতে কার্শিয়াং, কালিম্পং এবং সিকিমের পাহাড়ি গ্রামগুলোও রয়েছে। আর এভাবেই জনপ্রিয় হয়ে উঠেছে পাহাড়ের 'গাঁও'গুলো। সিলারি গাঁও, ইচ্ছে গাঁও-এর মতো পাহাড়ি গ্রামের নাম নিশ্চয়ই শুনেছেন। আবার অনেকের ঘোরাও হয়ে গিয়েছে এই জায়গাগুলো। সংগৃহীত ছবি।
*বর্তমানে দার্জিলিংয়ের আনাচে-কানাচে লুকিয়ে থাকা পাহাড়ি গ্রামগুলো অফবিট স্পট হয়ে উঠেছে। শুধু দার্জিলিং নয়, এই তালিকাতে কার্শিয়াং, কালিম্পং এবং সিকিমের পাহাড়ি গ্রামগুলোও রয়েছে। আর এভাবেই জনপ্রিয় হয়ে উঠেছে পাহাড়ের ‘গাঁও’গুলো। সিলারি গাঁও, ইচ্ছে গাঁও-এর মতো পাহাড়ি গ্রামের নাম নিশ্চয়ই শুনেছেন। আবার অনেকের ঘোরাও হয়ে গিয়েছে এই জায়গাগুলো। সংগৃহীত ছবি।