All time Highest Temerature of Delhi: সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁল দিল্লি! পারদ পৌঁছল ৫২.৩ ডিগ্রি সেলসিয়াসে…কবে মিলবে তাপপ্রবাহ থেকে মুক্তি?

দিল্লি ছুঁয়ে ফেলল রেকর্ড তাপমাত্রা৷ এই প্রথম দেশের রাজধানীর তাপমাত্রা পৌঁছল ৫২.৩ ডিগ্রি সেলসিয়াসে৷ এটাই দিল্লির রেকর্ডেড সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের আধিকারিকেরা৷
দিল্লি ছুঁয়ে ফেলল রেকর্ড তাপমাত্রা৷ এই প্রথম দেশের রাজধানীর তাপমাত্রা পৌঁছল ৫২.৩ ডিগ্রি সেলসিয়াসে৷ এটাই দিল্লির রেকর্ডেড সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের আধিকারিকেরা৷
দিল্লির আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার ছিল চলতি মরসুমের উষ্ণতম দিন৷ এই দিন দুপুর আড়াইটে নাগাদ দিল্লির মুঙ্গেশপুরে তাপমাত্রার পারদ পৌঁছেছিল ৫২.৩ ডিগ্রি সেলসিয়াসে৷
দিল্লির আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার ছিল চলতি মরসুমের উষ্ণতম দিন৷ এই দিন দুপুর আড়াইটে নাগাদ দিল্লির মুঙ্গেশপুরে তাপমাত্রার পারদ পৌঁছেছিল ৫২.৩ ডিগ্রি সেলসিয়াসে৷
গরমের সঙ্গে সঙ্গে দিল্লি আকাশ ছুঁয়েছে বিদ্যুতের চাহিদা৷ এদিন রাজধানীতে এখনও পর্যন্ত বিদ্যুৎ খরচ হয়েছিল ৮,৩০২ মেগাওয়াট৷
গরমের সঙ্গে সঙ্গে দিল্লি আকাশ ছুঁয়েছে বিদ্যুতের চাহিদা৷ এদিন রাজধানীতে এখনও পর্যন্ত বিদ্যুৎ খরচ হয়েছিল ৮,৩০২ মেগাওয়াট৷
শুধু দিল্লিই নয় ভারতের পশ্চিমাংশেও বহাল একই রকম তাপপ্রবাহের পরিস্থিতি৷ মরুরাজ্য রাজস্থানের ফালোডিতে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রি সেলসিয়াস, হরিয়াণার সারসায় ৫০.৩ ডিগ্রি সেলসিয়াস৷
শুধু দিল্লিই নয় ভারতের পশ্চিমাংশেও বহাল একই রকম তাপপ্রবাহের পরিস্থিতি৷ মরুরাজ্য রাজস্থানের ফালোডিতে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রি সেলসিয়াস, হরিয়াণার সারসায় ৫০.৩ ডিগ্রি সেলসিয়াস৷
আরব সাগর থেকে আর্দ্র বাতাসের আগমনের জন্য অবশ্য রাজস্থানের বারমের, জোধপুর, উদয়পুর,. সিরোহী এবং ঝালোরে তাপমাত্রা এদিন ৪ ডিগ্রি সেলসিয়াস মতো নেমেছে৷
আরব সাগর থেকে আর্দ্র বাতাসের আগমনের জন্য অবশ্য রাজস্থানের বারমের, জোধপুর, উদয়পুর,. সিরোহী এবং ঝালোরে তাপমাত্রা এদিন ৪ ডিগ্রি সেলসিয়াস মতো নেমেছে৷
 আরব সাগরের এই ভিজে বাতাসই এখন উত্তরভারতের এই তাপপ্রবাহের পরিস্থতির শেষ আশা৷ এই আর্দ্র হাওয়াই আগামিদিনে গরমের জ্বলুনি একটু হলেও কমাবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল৷
আরব সাগরের এই ভিজে বাতাসই এখন উত্তরভারতের এই তাপপ্রবাহের পরিস্থতির শেষ আশা৷ এই আর্দ্র হাওয়াই আগামিদিনে গরমের জ্বলুনি একটু হলেও কমাবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল৷
আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, আগামী ৩০ মে’র পর থেকে উত্তরভারতে ধীরে ধীরে কমবে তাপপ্রবাহের পরিস্থিতি৷ বৃহস্পতিবার বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাসও উত্তরপ্রদেশের সর্বোচ্চ তাপমাত্রা কমাবে বলে মনে করা হচ্ছে৷
আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, আগামী ৩০ মে’র পর থেকে উত্তরভারতে ধীরে ধীরে কমবে তাপপ্রবাহের পরিস্থিতি৷ বৃহস্পতিবার বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাসও উত্তরপ্রদেশের সর্বোচ্চ তাপমাত্রা কমাবে বলে মনে করা হচ্ছে৷