ভোটাররা ভোট দিচ্ছেন 

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে মথুরাপুরে তিন বাপি ও তিন অশোকের লড়াই দেখবে জনগন

মথুরাপুর: লোকসভা নির্বাচনের একেবারে শেষ দফায় ভোট হবে মথুরাপুরে। এখানে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতাশীল দল তাদের মনোনীত প্রার্থীদের দাঁড় করিয়েছে। সেখানে দেখা গিয়েছে বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন অশোক পুরকাইত ও তৃণমূলের পক্ষ থেকে দাঁড়িয়েছেন বাপি হালদার।

লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

কিন্তু প্রার্থী তালিকা প্রকাশের পর সকলে দেখেন এই কেন্দ্রে আরও ২টি করে বাপি ও অশোক দাঁড়িয়েছেন। ১২ জন প্রার্থীর মধ্যে ৬ জনই অশোক ও বাপি। তবে বাপি হালদারের নামে তিনজন থাকলেও অশোক নামে রয়েছেন তিন জন। বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন, অশোক পুরকাইত থাকলেও আরও দু’জন হলেন অশোক সর্দার ও অশোক পুরকাইত। তাঁরা দু’জন নির্দল প্রার্থী। একই নামের অনেকে দাঁড়ালেও তাদের নিয়ে চিন্তা নেই বলে জানিয়েছেন কেন্দ্র ও রাজের ক্ষমতাশীল দলের লোকেরা।

একই নামের প্রার্থীদের নিয়ে দোটানায় পড়েছেন সাধারণ মানুষজনও। যদিও ইভিএম মেশিনে পরপর ৬ জনের নাম থাকবে না বলে সূত্রের খবর। সেক্ষেত্রে সাধারন ভোটারদের যাতে অসুবিধা না হয় সেজন্য নির্দল প্রার্থীদের নাম শেষের দিক দেওয়া হয়েছে। যাতে অসুবিধা না কারুরই। এই ঘটনা নিয়ে কিছুটা হলেও খুশি মথুরাপুরের বাসিন্দারা।

নবাব মল্লিক