নতুন বিপদে কেজরিওয়াল৷

NIA probe against Arvind Kejriwal: খলিস্তানি জঙ্গিদের থেকে বিপুল অনুদান নেওয়ার অভিযোগ, কেজরির বিরুদ্ধে এবার এনআইএ তদন্ত?

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি কাণ্ডে ইডি-র হাতে গ্রেফতার হয়ে জেলে যেতে হয়েছে৷ এবার আরও বড় বিপাকে পড়তে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ দিল্লির মুখ্যমন্ত্রী নিষিদ্ধ খলিস্তানি সংগঠনের থেকে রাজনৈতিক অনুদান নিয়েছেন, এই অভিযোগে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এনআইএ তদন্তের সুপারিশ করেছেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা৷

ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে কেজরিওয়ালের বিরুদ্ধে এনআইএ তদন্তের সুপারিশ পাঠিয়েছেন দিল্লির উপরাজ্যপাল৷ তাঁর অভিযোগ, শিখস ফর জাস্টিস নামে একটি নিষিদ্ধ খলিস্তানি সংগঠনের থেকে নিজের দল আম আদমি পার্টির জন্য রাজনৈতিক অনুদান গ্রহণ করেছেন কেজরিওয়াল৷ তাঁর দাবি, যেহেতু এই অভিযোগ সরাসরি একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উঠেছে এবং এর সঙ্গে একটি রাজনৈতিক দল ও কোটি কোটি টাকার লেনদেন জড়িত, তাই এর যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন৷

আরও পড়ুন: বয়স মাত্র দশ, বিরাট চাটুতে রোল ভাজছে ছোট্ট ছেলে! গল্প শুনলে কুর্নিশ জানাবেন

আম আদমি পার্টির বিরুদ্ধে এই অভিযোগের সূত্রপাত একটি ভিডিও-র সূত্রে৷ ওই ভিডিওতে খলিস্তানি জঙ্গি নেতা পন্নুন অভিযোগ করেছেন, ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বিভিন্ন খলিস্তানি জঙ্গি গোষ্ঠীর থেকে ১৬ মিলিয়ন মার্কিন ডলার অনুদান নিয়েছে আম আদমি পার্টি৷

একটি হিন্দুত্ববাদী সংগঠনের নেতা আশু মঙ্গিয়া সম্প্রতি এক্স হ্যান্ডেলে পোস্ট করে আম আদমি পার্টির বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনেন৷ প্রাক্তন আপ কর্মী মুনিশ কুমার রাইজাদার করা কয়েকটি পুরনো পোস্টেরও উল্লেখ করেন তিনি৷

প্রাক্তন ওই আপ কর্মী আবার এ দিন কেজরিওয়ালের বিরুদ্ধে এনআইএ তদন্তের সুপারিশকে স্বাগত জানিয়ে দাবি করেছেন, আপ নেতা সঞ্জয় সিং মাঝেমধ্যেই কানাডা যেতেন৷

কয়েকদিন আগে খলিস্তানি জঙ্গি নেতা পান্নুন আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ করে দাবি করেন, কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তিন খলিস্তানি জঙ্গিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা রাখেননি৷ আরও অভিযোগ উঠেছে, ২০১৪ সালে নিউ ইয়র্কে খলিস্তানি সংগঠনগুলির নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন কেজরিওয়াল৷ সেই বৈঠকে খলিস্তানি জঙ্গি দেবেন্দর পাল ভুল্লরের মুক্তির বিনিময়ে আপ-এর জন্য মোটা অঙ্কের অনুদান দাবি করেছিলেন কেজরিওয়াল৷

দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পর কেজরিওয়াল ২০১৪ সালে ভু্ল্লারের মুক্তির জন্য তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে সুপারিশও করেছিলেন৷ এনআইএ সুপারিশ করতে গিয়ে কেজরিওয়ালের ভুল্লারের হয়ে এই তদ্বিরের প্রসঙ্গও উল্লেখ করেছেন দিল্লির উপরাজ্যপাল৷