জুন মালিয়া 

West Medinipur News: জুনে মেদিনীপুরে জোড়াফুল ফোটাতে বিশাল শোভাযাত্রা করে নমিনেশন তৃণমূলের 

পশ্চিম মেদিনীপুর: ঈশ্বরের উপর আস্থা রেখে মন্দির, মসজিদ এবং গির্জায় প্রণাম করে মহাসমারহে নিজের মনোনয়ন জমা দিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জুন মালিয়া। সোমবার সকাল থেকে জেলা জুড়ে ছিল অনুকূল আবহাওয়া। বাজনা সহকারে সুবিশাল র‍্যালি করে মেদিনীপুর জেলাশাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দেন তৃণমূলের প্রার্থী। এদিন সকালে কর্ণগড় মন্দিরে পুজো দেন, এরপর মেদিনীপুরে নির্মল হৃদয় আশ্রমে প্রার্থনা করে তিনি তার মনোনয়ন দাখিল করেন।

পশ্চিম মেদিনীপুরের হেভিওয়েট আসন মেদিনীপুরও। এখানে প্রার্থী হয়েছেন তৃণমূলের জুন মালিয়া এবং বিপক্ষ বিজেপি দলে অগ্নিমিত্রা পাল। দিন কয়েক আগে অগ্নিমিত্রা পাল তার মনোনয়ন জমা দিয়েছেন। সোমবার চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁজাকে সঙ্গে নিয়ে সাজানো একটি গাড়িতে চেপে এবং কর্মী সমর্থকদের নিয়ে সুসজ্জিত র‍্যালি করে তিনি তার নমিনেশন জমা দেন। মেদিনীপুর কলেজ মাঠ থেকে সুসজ্জিত র‍্যালি করে তিনি তার নমিনেশন জমা দেন। চন্দ্রিমা ভট্টাচার্য বা শশী পাঁজা শুধু নয় উপস্থিত ছিলেন জেলার সকল বিধায়ক, নেতৃত্বরা।শুধু তাই নয় নমিনেশন জমা দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচনে জয় লাভে তার আত্মবিশ্বাসের কথা তুলে ধরেন।

প্রসঙ্গত রবিবার পর্যন্ত জেলার তাপমাত্রা ছিল বেশ ঊর্ধ্বমুখী। সোমবার মেঘলা আকাশ, নাতিশীতোষ্ণ আবহাওয়া এবং অনুকূল পরিবেশ ছিল জেলার সর্বত্র। রোদে রোদে প্রচার করলেও মনোনয়নের দিন আবহাওয়া ছিল জুনের পক্ষে। শুধু তাই নয়, ভোটের আগে এবং ভোটের পরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন তৃণমূলের এই প্রার্থী।

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জুন মালিয়া। এককালের দিলীপ ঘোষের গড়ে কোন ফুল ফোটে তা এখন দেখার। তবে দিন আড়ম্বর সহকারে প্রার্থীর নমিনেশন নজর কেড়েছে সকলের। তবে জয় কার পক্ষে তা বলবে সময়।

রঞ্জন চন্দ