রথে এই জিনিসের চাহিদা বেড়ে আসার আলো শিল্পীদের

Howrah News: মাটির শৌখিন জিনিসের বাড়ছে চাহিদা! রথের মেলায় আশার আলো দেখছে মৃৎশিল্পীরা

হাওড়া: রথের মেলা আশার আলো দেখাচ্ছে মৃৎশিল্পীদের! রথের আগে চরম ব্যস্ততা কুমোরবাড়িতে। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা সারা দেশের মানুষের কাছে দারুন আকর্ষণের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওড়িশার পুরীতে রথযাত্রা উপলক্ষে কয়েক লক্ষ মানুষ হাজির হয়। জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব বাংলার মানুষের কাছে এর কদর অন্য মাত্রায়। পুরীর রথ যাত্রার পরই বিখ্যাত শ্রীরামপুরের মাহেশের রথ। এছাড়াও সারা বাংলা জুড়ে বেশ কয়েকটি প্রাচীন রথযাত্রা অনুষ্ঠিত হয়। পুরোনো সে দিনের রথের মেলা মানে পাপড় জিলাপি আর মাটির জিনিসপত্রের পসরা। সেই পুরনো রীতি আজও অক্ষত বহু স্থানে।

আরও পড়ুন: বারবার দুর্ঘটনা! জাতীয় সড়কে এরকম ঘটনার কারণ জানলে আঁৎকে উঠবে

গ্রামের বহু মানুষের কাছে রথ মানে জিলিপ পাপড় চারা গাছ আর মাটির জিনিসের মেলা। এই পুরোনো রীতি আজও দেখা যায় সারা বাংলার বিভিন্ন প্রান্তে। তাই রথের মেলায় জিলাপি পাপড় কিংবা মাটির সরঞ্জামের অপেক্ষায় থাকেন অনেকে। হাওড়া জেলায় বিভিন্ন প্রান্তে সারা বছর প্রচুর মেলা আয়জিত হয়। সেই দিক থেকে রথের মেলায় রয়েছে পুরানো দিনের ছোঁয়া। ক্ষুদেদের হাত ধরে বড়রাও স্মৃতিচারণা করতে রথের মেলায় হাজির হয়।কালের নিয়মে মাটিরে জিনিসপত্রের ব্যবহার কম হতে শুরু করেছে। তবে মাটির বোকা ভাঁড় বা ভাঁড় এর ভাল চাহিদা আজও। এর মধ্যে লক্ষ্মীর ভান্ডার ভার দারুন চাহিদা। পুজোর আগে লক্ষীর ভান্ডার ভাঁড় তৈরিতে চরম ব্যস্ততা। তাতেই মুখের চওড়া হাসি মৃৎশিল্পীদের।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি