মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার নরহরি ঝিরওয়াল৷ ছবি- এএনআই৷

Maharashtra Deputy Speaker: দেখা করলেন না মুখ্যমন্ত্রী, চার তলা থেকে ঝাঁপ মহারাষ্ট্রের ডেপুটি স্পিকারের! মহারাষ্ট্র মন্ত্রালয়ে তুলকালাম

মুম্বাই: মহারাষ্ট্র মন্ত্রালয়ের চার তলা থেকে ঝাঁপ দিলেন রাজ্যের ডেপুটি স্পিকার নরহরি ঝিরওয়াল৷ অজিত পাওয়ার পন্থী এনসিপি-র নেতা নরহরি ঝিরওয়ালের এই কাণ্ডে বেজায় অস্বস্তিতে মহারাষ্ট্রের একনাথ শিন্ডের সরকার৷ কারণ নরহরির দল ওই সরকারেরই অংশ৷ তারই বিধায়ক হয়ে ধনগড় সম্প্রদায়কে এসটি সংরক্ষণের আওতায় নিয়ে আসার প্রতিবাদে এ দিন মুম্বাইয়ে মহারাষ্ট্র সরকারের প্রধান প্রশাসনিক ভবনের চারতলা থেকে ঝাঁপ দেন মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার৷

তবে চারতলা থেকে ঝাঁপ দিলেও দুর্ঘটনা আটকাতে টাঙিয়ে রাখা নেটে আটকে যান ঝিরওয়াল৷ পরে পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে মহারাষ্ট্র মন্ত্রালয়ে৷

আরও পড়ুন: ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে! অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা-গুলি! স্প্লিন্টার লাগল পায়ে

একনাথ শিন্ডে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েকদিন ধরেই প্রতিবাদ করছিলেন মহারাষ্ট্রের আদিবাসী বিধায়করা৷ সরকারের শরিক দলের সদস্য হয়েও এই বিক্ষোভে শামিল হন নরহরি ঝিরওয়াল৷ এ দিন মহারাষ্ট্রের আদিবাসী বিধায়করা৷ এ দিন মহারা৷ষ্ট্র মন্ত্রালয়ে গিয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করার চেষ্টা করেন বিক্ষুব্ধ বিধায়করা৷ কিন্তু অনেক চেষ্টার পরেও মুখ্যমন্ত্রীর দেখা পাননি তাঁরা৷

শোনা যাচ্ছে, দু দিন আগেই মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে গিয়েছিলেন নরহরি৷ কিন্তু সেখানেও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়নি তাঁর৷ তার পর আজ মন্ত্রালয়ে গিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে চার তলা থেকে ঝাঁপ দেন মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার৷