Recruitment Scam case of DEV: সত্যি হয়ে গেল দেবের দাবি…সিবিআইয়ের কাছ থেকে বড়সড় স্বস্তি পেলেন সাংসদ, একেবারে ক্লিনচিট!

কলকাতা: বড়সড় স্বস্তি পেলেন অভিনেতা-সাংসদ দেব৷ নিয়োগ দুর্নীতি মামলায় ক্লিনচিট দেওয়া হল ঘাটালের সাংসদ দীপক অধিকারীকে৷ ধোপে টিকল না বিগত লোকসভা নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির হিরণ চট্টোপাধ্যায়ের তোলা অভিযোগ৷

লোকসভা নির্বাচনের আগে ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ পোস্ট করেছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।

সেই অডিও ক্লিপের সত্যতা যদিও যাচাই করেনি নিউজ১৮ বাংলা ৷ সেই অডিও ক্লিপ ঘিরে ভোটের মরশুমে নতুন করে তৈরি হয় জল্পনা৷ হিরণ সে সময় দাবি করেন, ওই অডিও ক্লিপে যে দু’জনের কথোপকথন রয়েছে, তার মধ্যে একজন হচ্ছেন দেব এবং অপরজন তাঁর আপ্ত সহায়ক৷ দু’জনে টাকার বিনিময়ে চাকরির কথা বলছেন ওই অডিও ক্লিপে৷

আরও পড়ুন: ‘বন্যার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে..’ উদ্বিগ্ন মমতা দিলেন একগুচ্ছ নির্দেশ! ডেঙ্গি নিয়েও বাড়তি সতর্কতা মুখ্যমন্ত্রীর

সেই সময় ওই অডিও ক্লিপ জমা পড়ে সিবিআইয়ের কাছে। সেই ক্লিপের ভিত্তিতে দেবের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বাপ্পাদিত্য ঘোষ নামে জনৈক ব্যক্তি। সেই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, দেবের বিরুদ্ধে ওই অডিওকে কেন্দ্র করে সিবিআইয়ের কাছে যে অভিযোগ এসেছে, সেটা নিয়ে অবস্থান জানাতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সিবিআই চাইলে ওই বিষয়টি খতিয়ে দেখে সংক্ষিপ্ত রিপোর্ট দিতে পারে বলেও জানিয়েছিলেন তিনি।

আজ, সোমবার, আদালতে সেই সংক্রান্ত (ACB) রিপোর্ট জমা দিল সিবিআই৷ আদালতকে জানিয়ে দিল, দেবকে জড়িয়ে যে অভিযোগ উঠেছিল তা ভিত্তিহীন। সিবিআই ভাইরাল অডিও নিয়ে তদন্ত এগোতে চায় না। সিবিআই রিপোর্ট দেখে মামলার নিষ্পত্তি করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা।

আরও পড়ুন: গ্রামে পেট্রোলিংয়ে যেতেই গ্রেনেড-গুলির বৃষ্টি! জম্মু ও কাশ্মীরে সেনা কনভয়ে ফের হামলা করল জঙ্গিরা

প্রসঙ্গত, অভিযোগ ওঠার সময়েই দেব দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এমন অভিযোগ আনা হচ্ছে, যার কোনও সারবত্তা নেই৷ দেব দাবি করেছিলেন, ‘‘‌এই ভাইরাল অডিও নিয়ে আমি এফআইআর করছি। ফেক অডিও বানানো হচ্ছে। যারা বানাচ্ছে, তাদের চিহ্নিত করতে ইডি, সিবিআই, এফবিআই যেখানে যা আছে, ডাকা হোক।’’