RG Kar Case: আরজি করের ঘটনায় ক্ষুব্ধ, মর্মাহত! প্রকাশ করা হবে না দেবের নতুন ছবির প্রথম ঝলক

কলকাতা: আরজি কর-কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। বুধবার রাজ্য জুড়ে সরকারি এবং বেসরকারি হাসপাতালে আউটডোর অথবা ওপিডি পরিষেবা বন্ধ রাখার ডাক দিল চিকিৎসকদের সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস৷ শুধুমাত্র হাসপাতালে জরুরি পরিষেবাই দেবেন চিকিৎসকরা৷ জরুরি নয়, এমন কোনও পরিষেবাই দেওয়া হবে না৷

তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় নিয়ে উত্তাল চারদিক। শুরু হয়েছে আন্দোলন। অপরাধীর শাস্তি চেয়ে পথে নেমেছেন অগুনতি মানুষ। এমন পরিস্থিতিতে ‘খাদান’-এর টিজার রিলিজ পিছিয়ে দিলেন দেব এবং ছবির প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস। একটি বিবৃতি জারি করে জানানো হয়, “সম্প্রতি আরজি কর হাসপাতালে যে দুঃখজনক এবং একই সঙ্গে ভয়ঙ্কর ঘটনায় ঘটে গিয়েছে, তাতে আমরা মর্মাহত, ক্ষুব্ধ। তাই আমরা আপাতত আমাদের ছবি ‘খাদান’-এর টিজার মুক্তি স্থগিত রাখছি।”

 

আরও পড়ুন: সলমনের ছবিতেই শেষ গান! ৯ বছর পর বলিউডে ফিরছেন জনপ্রিয় এই গায়ক, কে তিনি জানেন

আরও পড়ুন: ‘ঐশ্বর্য আমার মেয়ে নয়…’! পুত্রবধূকে নিয়ে বিস্ফোরক জয়া! ‘অশান্তি’র জন্য দায়ী কে

দেব সেই ট্যুইটটি শেয়ার করে লিখেছেন, ‘চলুন সকলে একসঙ্গে রুখে দাঁড়াই।’ নির্মাতাদের তরফ থেকে এও জানানো হয় যে, এই মুহূর্তে তাঁরা শুধুমাত্র এই অপরাধের বিচার চান। প্রয়াত জুনিয়র মহিলা চিকিৎসকের পরিবারকে সহানুভূতি জানিয়েছেন তাঁরা। বিবৃতিতে লেখা, “বিচার পেতে আমরাও তাঁদের পাশে আছি।”