স্বাধীনতার পরে ১৯৪৮ সালের ১২ মে এই প্রতিষ্ঠানের নাম দেওয়া হয় আরজি কর মেডিক্যাল কলেজ অ্য়ান্ড হসপিটাল। পরে ১৯৫৮ সালের ১২ মে এই হাসপাতাল পশ্চিমবঙ্গ সরকার অধিগ্রহণ করে।

Doctor strike in West Bengal: আউডডোর, চেম্বারে রোগী না দেখার ডাক! বুধবার রাজ্য জুড়ে ধর্মঘটের পথে চিকিৎসকরা

কলকাতা: আগামিকাল, বুধবার রাজ্য জুড়ে সরকারি এবং বেসরকারি হাসপাতালে আউটডোর অথবা ওপিডি পরিষেবা বন্ধ রাখার ডাক দিল চিকিৎসকদের সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস৷ সিনিয়র চিকিৎসকরাও ওপিডি-তে রোগী দেখবেন না বলে সংগঠনের পক্ষ থেকে জানান হয়েছে৷ শুধুমাত্র হাসপাতালে জরুরি পরিষেবাই দেবেন চিকিৎসকরা৷ জরুরি নয়, এমন কোনও পরিষেবাই দেবেন না চিকিৎসকরা৷

এ দিনই আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেওয়ার পাশাপাশি আন্দোলনরক চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানিয়েছিল৷ যদিও সেই আর্জিতে সাড়া না দিয়ে এবার আন্দোলনে নামতে চলেছেন সিনিয়র চিকিৎসকরাও৷ ফলে আগামিকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ওপিডি সহ রাজ্যের সরকারি বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা কার্যত থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷