৯ বছর পর Cold Play আসছে দেশে! টিকিট সব শেষ, হতাশ স্বরাষ্ট্রমন্ত্রী ফড়নবিশও?

Cold Play Concert In India: ‘আমিই কোল্ডপ্লে-এর টিকিট পাইনি, কী করে অন্যদের জোগাড় করে দেব!’ হাত তুলে দিলেন দেবন্দ্র ফড়নবিস

মুম্বই: নয় বছর পর ভারতে আসছে কোল্ডপ্লে। রক সঙ্গীতের মূর্ছনায় ভাসবে আসমুদ্রহিমাচল। টিকিটের চাহিদা তুঙ্গে। নেতা-মন্ত্রীদের কাছে এখন শুধু একটাই আবেদন, “যা হোক করে একটা টিকিটের ব্যবস্থা করে দিন।“ কিন্তু হাত তুলে দিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। জানিয়ে দিলেন, রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও তিনি টিকিট পাননি।

সিএনএন-নিউজ18-দেওয়া সাক্ষাৎকারে ফড়নবিস বলেন, “পাঁচটি স্টেডিয়ামে কোল্ডপ্লে-এর কনসার্ট চালানো যাবে। টিকিটের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু দয়া করে আমাকে টিকিট যোগাড় করে দিতে বলবেন না। আমিই টিকিট পাইনি।’’

আরও পড়ুন- একেবারে ভর্তি? অতিরিক্ত স্টোরেজের জন্য অর্থ প্রদান ছাড়াই কীভাবে জিমেইল, গুগল ডেটা সাফ করবেন?

জানা গিয়েছে, মুম্বইতে দুটো শো করবে কোল্ডপ্লে। ইতিমধ্যেই হাউজফুল। রেকর্ড সময়ের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এমন অবস্থা দেখে ২১ জানুয়ারি আরও একটি শো-এর ঘোষণা করেছে কোল্ডপ্লে ব্যান্ডের সদস্যরা। রবিবার দুপুর ২টোয় বুক মাই শো-তে টিকিট বিক্রি শুরু হয়। এক মিনিটের মধ্যে ১১ লাখ লোক হামলে পড়েন। তিনটি কনসার্টই হবে মুম্বইয়ের আইকনিক ডিওয়াই পাটিল স্টেডিয়ামে।

আরও পড়ুন- আবার ঝেঁপে বৃষ্টি উত্তর থেকে দক্ষিণ! কমলা সতর্কতা জারি ৫ জেলায়!

শুক্রবার ফড়নবিসের অফিসে ঢুকে পড়েছিলেন এক মহিলা। মুহূর্তে হুলস্থূল কাণ্ড বেঁধে যায়। সেই নিয়েও এদিন মুখ খোলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ওই মহিলা অভিনেতা সলমন খানকে বিয়ে করতে চান। তাঁর নম্বর চাইছিলেন। সলমনের বাড়ির বাইরে বসে থাকতেন। বিষ্ণোই হুমকি দেওয়ার পর থেকে অভিনেতার নিরাপত্তা বাড়ানো হয়েছে। কাউকেই আর বাড়ির সামনে যেতে দিচ্ছে না। এটাই ওই মহিলার রাগ। উনি মানসিকভাবে বিপর্যস্ত। আমরা আর কি করতে পারি! ’’

বদলাপুরের মতো ঘটনাকে স্লোগান দিয়ে মহিমান্বিত করা উচিত নয় বলেও এদিন সাফ জানান ফড়নবিস। তিনি বলেন, “২০১৪-১৯ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। গত ২.৫ বছর ধরে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছি। ভুয়ো এনকাউন্টারে বিশ্বাস করি না। আইন মেনে শাস্তি হওয়া উচিত। এই মামলায় রেকর্ড সময়ে চার্জশিট দাখিল করা হয়েছে। অভিযুক্তের তিন স্ত্রীর একজন যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন। সেই ঘটনার তদন্তের জন্যই তাঁকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু আচমকাই তিনি পুলিশের উপর হামলা করেন। পুলিশও পাল্টা জবাব দেয়। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই বাহবা দিচ্ছেন। কিন্তু আমাদের এই ধরণের ঘটনাকে মহিমান্বিত করা উচিত নয়।’’