Things You Should Not Buy on Dhanteras

Dhanteras 2024: সাবধান! ধনতেরসের শুভদিনে এই জিনিসগুলি কখনই কিনবেন না, আর্থিক সঙ্কট পিছু ছাড়বে না

ধনতেরস পাঁচ দিন ব্যাপী দীপাবলি উৎসবের সূচনা করে। কৃষ্ণপক্ষের ত্রয়োদশ চান্দ্র তিথিটি দীপাবলির দুই দিন আগে আসে। যুগ যুগ ধরে ধনতেরসে নতুন জিনিস কেনার ঐতিহ্য চলে আসছে। কথিত রয়েছে যে ধনতেরসে মূল্যবান কিছু নতুন জিনিস কিনলে সৌভাগ্য এবং সমৃদ্ধি বৃদ্ধি হয়। আর এই ধারণা ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তবে ভাগ্যবান হওয়ার জন্য সংশ্লিষ্ট শুভ দিনে কী কিনতে হবে জানা যেমন জরুরি, তেমনই কোন জিনিসগুলি আমাদের এড়িয়ে চলতে হবে তাও জানা উচিত
ধনতেরস পাঁচ দিন ব্যাপী দীপাবলি উৎসবের সূচনা করে। কৃষ্ণপক্ষের ত্রয়োদশ চান্দ্র তিথিটি দীপাবলির দুই দিন আগে আসে। যুগ যুগ ধরে ধনতেরসে নতুন জিনিস কেনার ঐতিহ্য চলে আসছে। কথিত রয়েছে যে ধনতেরসে মূল্যবান কিছু নতুন জিনিস কিনলে সৌভাগ্য এবং সমৃদ্ধি বৃদ্ধি হয়। আর এই ধারণা ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তবে ভাগ্যবান হওয়ার জন্য সংশ্লিষ্ট শুভ দিনে কী কিনতে হবে জানা যেমন জরুরি, তেমনই কোন জিনিসগুলি আমাদের এড়িয়ে চলতে হবে তাও জানা উচিত
ধনতেরসে আমাদের যা যা কেনার আগে ভেবে দেখা উচিত: লোহা - লোহা বা লোহার তৈরি জিনিস কেনার জন্য ধরতেরস মোটেও আদর্শ দিন নয়। তাই এই জাতীয় জিনিস কিনতে হলে কিছু দিন অপেক্ষা করে উৎসবের পরে কেনাই উচিত। পরিবর্তে এই সময় কিছু অ্যালুমিনিয়ামের জিনিস কেনা যায়।
ধনতেরসে আমাদের যা যা কেনার আগে ভেবে দেখা উচিত: লোহা – লোহা বা লোহার তৈরি জিনিস কেনার জন্য ধরতেরস মোটেও আদর্শ দিন নয়। তাই এই জাতীয় জিনিস কিনতে হলে কিছু দিন অপেক্ষা করে উৎসবের পরে কেনাই উচিত। পরিবর্তে এই সময় কিছু অ্যালুমিনিয়ামের জিনিস কেনা যায়।
স্টিল - ধনতেরসে স্টিলের পাত্র কেনার প্রথা রয়েছে। কিন্তু আদতে স্টিলের তৈরি পাত্র কেনা উচিত নয়। কারণ স্টিল লোহার সঙ্কর ধাতু। কাজেই এই শুভদিনে পিতল, ব্রোঞ্জ বা তামার মতো অন্যান্য ধাতু কেনাই শ্রেয়।
স্টিল – ধনতেরসে স্টিলের পাত্র কেনার প্রথা রয়েছে। কিন্তু আদতে স্টিলের তৈরি পাত্র কেনা উচিত নয়। কারণ স্টিল লোহার সঙ্কর ধাতু। কাজেই এই শুভদিনে পিতল, ব্রোঞ্জ বা তামার মতো অন্যান্য ধাতু কেনাই শ্রেয়।
খালি কলসি - ধনতেরসে ধাতুর তৈরি কলসি কিনলে সেটি জল বা কিছু দিয়ে ভরে তবেই বাড়িতে নিয়ে আসা উচিত। তবে শুধুমাত্র উৎসবের জন্যই নয়, এক্ষেত্রে সব সময়ের জন্যই এটি মানতে হবে।
খালি কলসি – ধনতেরসে ধাতুর তৈরি কলসি কিনলে সেটি জল বা কিছু দিয়ে ভরে তবেই বাড়িতে নিয়ে আসা উচিত। তবে শুধুমাত্র উৎসবের জন্যই নয়, এক্ষেত্রে সব সময়ের জন্যই এটি মানতে হবে।
ধারালো বস্তু - আমাদের মধ্যে ভুল ধারণা রয়েছে যে ধনতেরসে যে কোনও ধাতু কিনলেই তা জীবনে সৌভাগ্য নিয়ে আসে। এক্ষেত্রে যদি ছুরি বা কাঁচির মতো জিনিস কিনতেই হয়, তাহলে তা উৎসবের আগে বা পরে কেনার চেষ্টা করাটাই উচিত হবে।
ধারালো বস্তু – আমাদের মধ্যে ভুল ধারণা রয়েছে যে ধনতেরসে যে কোনও ধাতু কিনলেই তা জীবনে সৌভাগ্য নিয়ে আসে। এক্ষেত্রে যদি ছুরি বা কাঁচির মতো জিনিস কিনতেই হয়, তাহলে তা উৎসবের আগে বা পরে কেনার চেষ্টা করাটাই উচিত হবে।
তেল - উৎসবের আগে বাড়িতে যথেষ্ট পরিমাণে তেল আছে কি না দেখে নেওয়া দরকার। কারণ ধরতেরসের সময়ে তেল কেনা অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয়।
তেল – উৎসবের আগে বাড়িতে যথেষ্ট পরিমাণে তেল আছে কি না দেখে নেওয়া দরকার। কারণ ধরতেরসের সময়ে তেল কেনা অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয়।
কালো পোশাক - এতে তেমন অবাক হওয়ার কিছু নেই যে হিন্দু ধর্মে কালো রঙকে অশুভ বলে গণ্য করা হয়। তাই দীপাবলির মতো হিন্দুদের সব চেয়ে বড় উৎসবে কোনও কালো পোশাক কেনা বা পড়া উচিত নয়।
কালো পোশাক – এতে তেমন অবাক হওয়ার কিছু নেই যে হিন্দু ধর্মে কালো রঙকে অশুভ বলে গণ্য করা হয়। তাই দীপাবলির মতো হিন্দুদের সব চেয়ে বড় উৎসবে কোনও কালো পোশাক কেনা বা পড়া উচিত নয়।
কাচের জিনিস - কাচের সঙ্গে রাহুর সংযোগ রয়েছে তাই ধনতেরসে কাচ কেনা বা উপহার দেওয়া এড়িয়ে যাওয়া উচিত। একই সঙ্গে, কাচের ল্যাম্প বা ককটেল গ্লাস কেনাও এই উৎসবের কেনাকাটার তালিকায় না থাকাই শ্রেয়।
কাচের জিনিস – কাচের সঙ্গে রাহুর সংযোগ রয়েছে তাই ধনতেরসে কাচ কেনা বা উপহার দেওয়া এড়িয়ে যাওয়া উচিত। একই সঙ্গে, কাচের ল্যাম্প বা ককটেল গ্লাস কেনাও এই উৎসবের কেনাকাটার তালিকায় না থাকাই শ্রেয়।
উপহার - আমরা দীপাবলিতে (diwali 2021) উপহার দিতে পারি কিন্তু ধনতেরসে কারও জন্য উপহার কেনা উচিত নয়। কারণ এদিন কাউকে টাকা অথবা সোনার মতো মূল্যবান ধাতু দেওয়াকে অশুভ বলে গণ্য করা হয়।
উপহার – আমরা দীপাবলিতে (diwali 2021) উপহার দিতে পারি কিন্তু ধনতেরসে কারও জন্য উপহার কেনা উচিত নয়। কারণ এদিন কাউকে টাকা অথবা সোনার মতো মূল্যবান ধাতু দেওয়াকে অশুভ বলে গণ্য করা হয়।
নকল সোনা - ধনতেরসে নকল সোনা কেনা একেবারেই উচিত নয়। কারণ সোনা কেনা ধনতেরসে যতটা শুভ বলে মানা হয়, ঠিক ততটাই দীপাববলিতে নকল সোনার ক্র‍য় অশুভ হয়।
নকল সোনা – ধনতেরসে নকল সোনা কেনা একেবারেই উচিত নয়। কারণ সোনা কেনা ধনতেরসে যতটা শুভ বলে মানা হয়, ঠিক ততটাই দীপাববলিতে নকল সোনার ক্র‍য় অশুভ হয়।
পাশাপাশি ধনতেরসে দুর্ভাগ্যের শিকার হতে না চাইলে এদিন কারও থেকে ঋণ নেওয়া বা দেওয়া অথবা আগের কোনও বিল মেটানো থেকেও দূরে থাকতে পারলে ভালো হয়।
পাশাপাশি ধনতেরসে দুর্ভাগ্যের শিকার হতে না চাইলে এদিন কারও থেকে ঋণ নেওয়া বা দেওয়া অথবা আগের কোনও বিল মেটানো থেকেও দূরে থাকতে পারলে ভালো হয়।