IMPS ও UPI ফান্ড ট্রান্সফারের মধ্যে কী পার্থক্য? আপনার জন্য কোনটা সুবিধাজনক?

আর্থিক লেনদেনের দুনিয়ায় বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে ডিজিটাল পেমেন্ট। এখন চোখের নিমেষে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। ইনস্ট্যান্ট মানি ট্রান্সফারের কথা বললে সবার আগে দুটি নাম উঠে আসে – IMPS এবং UPI। দুটোর কাজ একই, কিন্তু বৈশিষ্ট আলাদা।

IMPS কী: ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তৈরি IMPS বা ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস হল ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম যা রিয়েল টাইম ইন্টার ব্যাঙ্ক ফান্ড ট্রান্সফার করে। সপ্তাহান্ত হোক বা সরকারি ছুটির দিন, IMPS-এর মাধ্যমে যে কোনও সময় টাকা পাঠানো যায়।

আরও পড়ুন: ২৫ বছরে ৫ কোটি টাকার ফান্ড গড়তে চাইলে প্রতি মাসে কত টাকার SIP করতে হবে?

UPI কী: UPI বা ইউনিফায়েড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ইউজার মোবাইল অ্যাপের সঙ্গে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে একটি ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেসের মাধ্যমে টাকা পাঠাতে পারেন। IMPS-এর মতো UPI-ও তৈরি করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এটা ব্যবহার করা অপেক্ষাকৃত সহজ। তাই এর জনপ্রিয়তাও বেশি। শুধু ভারত নয়, বিশ্বের বহু দেশেই UPI চালু রয়েছে। এই পেমেন্ট সিস্টেম ব্যবহারের জন্য অনেক দেশ কেন্দ্রের সঙ্গে যোগাযোগও করেছে।

IMPS এবং UPI ফান্ড ট্রান্সফারের পার্থক্য: IMPS-এর মাধ্যমে টাকা পাঠাতে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড প্রয়োজন। এই প্রক্রিয়া UPI-এর তুলনায় অপেক্ষাকৃত জটিল। UPI ইউজাররা মোবাইল নম্বর বা কিউআর কোড স্ক্যান করেই টাকা পাঠাতে পারেন। অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোডের দরকার পড়ে না।

আরও পড়ুন: ৬ বছরেই টাকা হবে ডবল, ১০ বছরে ট্রিপল! এভাবে বিনিয়োগ করলেই মালামাল

IMPS প্রধানত ব্যাঙ্কিং অ্যাপস, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং এটিএম-এর মাধ্যমে ব্যবহৃত হয়। ইন্টারফেস ব্যাঙ্কের উপর নির্ভর করে। অন্য দিকে, Google Pay, PhonePe এবং Paytm-এর মতো অ্যাপে UPI ব্যবহার করা যায়।

ব্যাঙ্ক সার্ভারে সমস্যা থাকলে IMPS লেনদেন আটকে যেতে পারে। অত্যধিক ট্র্যাফিকের কারণেও অনেক সময় এমনটা হয়। UPI-তে এমনটা ঘটে না বললেই চলে।

IMPS-এ দৈনিক ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যায়। কর্পোরেট অ্যাকাউন্টে আরও বেশি। UPI-তে দৈনিক লেনদেনের সীমা ১ লাখ টাকা।

IMPS লেনদেনে ২.৫ টাকা থেকে ২৫ টাকা পর্যন্ত চার্জ কাটা হয়। গোটাটাই ব্যাঙ্কের পলিসির উপর নির্ভর করে। অন্য দিকে, UPI-তে বিনামূল্যে লেনদেন করতে পারেন গ্রাহক।