Digha News: বন্ধুদের সঙ্গে দিঘার সমুদ্রে নেমে মুহূর্তের ভুল, ভেসে উঠল টিটাগড়ের যুবক! ওল্ড নাকি নিউ, কোন দিঘায় ঘটল?

দিঘায় সমুদ্র স্নানে নেমে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক পর্যটকের। মৃত পর্যটকের নাম দীপঙ্কর মান্ডি (৩১)। (পঙ্কজ দাশ রথী/মন্দারমণি)
দিঘায় সমুদ্র স্নানে নেমে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক পর্যটকের। মৃত পর্যটকের নাম দীপঙ্কর মান্ডি (৩১)। (পঙ্কজ দাশ রথী/মন্দারমণি)
দীপঙ্কর উত্তর ২৪ পরগনার টিটাগড় থানার ব্যারাকপুর পুরসভার ২৪ নং ওয়ার্ডের বাসিন্দা। সূত্রের খবর, বন্ধুদের সঙ্গে ওল্ড দিঘার সি হক ঘোলা ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির।
দীপঙ্কর উত্তর ২৪ পরগনার টিটাগড় থানার ব্যারাকপুর পুরসভার ২৪ নং ওয়ার্ডের বাসিন্দা। সূত্রের খবর, বন্ধুদের সঙ্গে ওল্ড দিঘার সি হক ঘোলা ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির।
পূর্ণিমার কোটাল এবং নিম্নচাপের দাপটে গত কয়েকদিন ধরেই উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর৷ দিঘা, মন্দারমণির মতো পর্যটনকেন্দ্রগুলিতেও সমুদ্রে নামার ক্ষেত্রে পর্যটকদের উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়৷ তবু এড়ানো গেল না বিপদ৷
পূর্ণিমার কোটাল এবং নিম্নচাপের দাপটে গত কয়েকদিন ধরেই উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর৷ দিঘা, মন্দারমণির মতো পর্যটনকেন্দ্রগুলিতেও সমুদ্রে নামার ক্ষেত্রে পর্যটকদের উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়৷ তবু এড়ানো গেল না বিপদ৷
দিন পাঁচেক আগেই ঝুঁকি নিয়ে গার্ডওয়ালের উপর দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় এক বাংলাদেশী কিশোরীর৷ মৃত ওই কিশোরীর নাম প্রিয়ন্তি পাটুয়ারি৷ ১৭ বছর বয়সি প্রিয়াঙ্কা বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা ছিল৷
দিন পাঁচেক আগেই ঝুঁকি নিয়ে গার্ডওয়ালের উপর দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় এক বাংলাদেশী কিশোরীর৷ মৃত ওই কিশোরীর নাম প্রিয়ন্তি পাটুয়ারি৷ ১৭ বছর বয়সি প্রিয়াঙ্কা বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা ছিল৷
পুলিশ সূত্রে খবর, শঙ্করপুরের চাঁদপুরের সমুদ্রের পাড়়ে গার্ডওয়ালের উপরে দাঁড়িয়ে সেলফি তুলছিল ওই কিশোরী৷ সেই সময় যথেষ্ট উত্তাল ছিল সমুদ্র৷ আচমকা একটি বড় ঢেউ আছড়ে পড়ে ওই কিশোরীরে টেনে নিয়ে যায়৷
পুলিশ সূত্রে খবর, শঙ্করপুরের চাঁদপুরের সমুদ্রের পাড়়ে গার্ডওয়ালের উপরে দাঁড়িয়ে সেলফি তুলছিল ওই কিশোরী৷ সেই সময় যথেষ্ট উত্তাল ছিল সমুদ্র৷ আচমকা একটি বড় ঢেউ আছড়ে পড়ে ওই কিশোরীরে টেনে নিয়ে যায়৷
নিমেষের মধ্যে সমুদ্র তলিয়ে যায় প্রিয়াঙ্কা৷ পরে ওই কিশোরীর দেহ উদ্ধার করে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠান হয়৷
নিমেষের মধ্যে সমুদ্র তলিয়ে যায় প্রিয়াঙ্কা৷ পরে ওই কিশোরীর দেহ উদ্ধার করে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠান হয়৷
পুলিশ সূত্রে খবর, কলকাতার বাগুইআটিতে নিজের এক আত্মীয়ের বাড়িতে এসেছিল সে৷ সেখান থেকেই পরিবারের সঙ্গে মন্দারমণি বেড়াতে এসেছিল প্রিয়াঙ্কা৷ সেখানেই যে এমন বিপদ অপেক্ষা করেছিল, তা কল্পনাও করতে পারছেন না পরিবারের সদস্যরা৷
পুলিশ সূত্রে খবর, কলকাতার বাগুইআটিতে নিজের এক আত্মীয়ের বাড়িতে এসেছিল সে৷ সেখান থেকেই পরিবারের সঙ্গে মন্দারমণি বেড়াতে এসেছিল প্রিয়াঙ্কা৷ সেখানেই যে এমন বিপদ অপেক্ষা করেছিল, তা কল্পনাও করতে পারছেন না পরিবারের সদস্যরা৷