প্রচারে দিলীপ ঘোষ৷

Dilip Ghosh: ‘আমি বোলার দেখি না, বল দেখি’, প্রতিপক্ষের নাম শুনেই ছক্কা হাঁকালেন দিলীপ ঘোষ 

বর্ধমান: প্রতিপক্ষ তৃণমূলের কীর্তি আজাদ। কপিল দেবের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সদস্য ছিলেন তিনি। তাই খেলার মাঠের ভাষাতেই প্রচারে নেমে ছক্কা হাঁকালেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বর্ধমানে তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনার বিপরীতে প্রার্থী জাতীয় দলের ক্রিকেটার কীর্তি আজাদ। উত্তরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, আমার বিপরীতে কে আছে আমি দেখি না। আমি বোলার দেখি না, বল দেখি।

প্রসঙ্গত গতকালই বর্ধমান দুর্গপুর কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দিলীপ ঘোষের নাম ঘোষণা করেছে  বিজেপি৷ বর্তমানে তিনি মেদিনীপুরের সাংলদ৷ তার পর এ দিন থেকেই বর্ধমান-দুর্হাপুর কেন্দ্রে প্রচার শুরু করেন দিলীপ.

মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুরে এসে কি একটু কঠিন পিচে পড়ে গেলেন? উত্তরে তিনি বলেন, মেদিনীপুরে আমি পিচ তৈরি করেছি। আমার হাতে টিম ছিল। টিম প্রস্তুত ছিল। কোনও প্রশ্নই ছিল না। এখানে পিচ যেমনই হোক, টিম যারই হোক, ব্যাটসম্যান আমি। আমার সঙ্গে ফিল্ডারদের ঢেউ আছে। সবে শুরু হল, ফাস্ট বলেই ছক্কা হয়ে গেল।

আরও পড়ুন: সন্দেশখালি ‘জিইয়ে’ রেখেই বসিরহাটে চমকে দিল বিজেপি! রেখার মতে, মোদিই আসলে মুখ

সাংবাদিকরা বলেন, আগের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার পারফরম্যান্স নিয়ে দলীয় স্তর এবং সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন আছে। দিলীপ ঘোষ বলেন, উনি নিজে এসে সাংবাদিক বৈঠক করে  বলবেন। আমিও সঙ্গে থাকব। আমরা কী কাজ করেছি তার রিপোর্ট কার্ড আপনাদের সামনে দেবো।

মেদিনীপুরে জেতা আসন থেকে সরে যেতে হওয়ায় তিনি হতাশ কি না প্রশ্ন করা হলে আত্মবিশ্বাসী দিলীপের জবাব, বর্ধমান দুর্গাপুরও আমার চেনা মাঠ। এখানে আমি গ্রামে গ্রামে গেছি। প্রত্যেকটা এলাকা আমি চিনি। লোকেও আমাকে চেনে। আমি যদি গ্রামে হাঁটি লোক ডেকে আমাকে জিজ্ঞেস করবে দিলীপবাবু কেমন আছেন। আমি গ্রামে হাটব, সকালবেলা উঠে গ্রামে চা খেতে বেরবো। আমি ভাষণ দেওয়ার লোক নই।

তিনি বলেন, কেন্দ্রীয় সরকার জন কল্যাণমুখী অনেক কাজ করেছে। দিলীপ ঘোষের কথায়, আমরা মোদিজির সুশাসন দেবো। মোদিজির গরিব কল্যাণ যোজনা, রেশন থেকে টিকা সব কিছু দিয়েছি ,আগামী দিনেও দেবো। যে বাড়ি পায়নি বাড়ি, যার বাড়িতে জল আসেনি তাঁকে জল দেবো। শৌচালয় য়াঁরা পাননি করে  দেবো। কৃষক সম্মান পায়নি দেবো।মোদিজি যা যা দিয়েছেন, বাংলার মানুষকে সব দেবো।