দিলীপ ঘোষ

হঠাৎ চুপ দিলীপ ঘোষ…! আচমকা কুলুপ মুখে কেন? বিধানসভায় গিয়েই যা করলেন! তাজ্জব সবাই

কলকাতা: শুক্রবার একা বিধানসভায় আসেন দিলীপ ঘোষ। কিন্তু দীর্ঘ সময় থাকলেও সতীর্থদের ধারে কাছে ঘেঁষলেন না কার্যত অভিমানী দিলীপ। শুক্রবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে একাই দেখা গেল বিধানসভার অলিন্দে।

যদিও এদিন দীর্ঘ সময়ই বিধানসভায় ছিলেন দিলীপ ঘোষ। কিন্তু কোথায় বসলেন? সূত্রের খবর, প্রায় ঘণ্টা খানেক দিলীপ ঘোষ সময় কাটালেন বিধানসভার রিপোটার্স রুমে। সেখানেই বসে চা খেলেন। আড্ডা দিলেন। সৌজন্য সাক্ষাৎ করলেন কর্মীদের সঙ্গেও। কিন্তু ক্যামেরার সামনে কোনও কথা বললেন না দিলীপ ঘোষ।

বিজেপি সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্ব বলেছেন অহেতুক বিতর্ক বাড়িয়ে কী লাভ! তাই কি সংবাদ মাধ্যমের সঙ্গে এদিনও কথা না বলে বেরিয়ে গেলেন দিলীপ ঘোষ? শুক্রবার দিলীপ ঘোষ যখন বিধানসভায় আসেন তখন ছিলেন না কোনও বিজেপি বিধায়ক। দিলীপ ঘোষ আসার ঘণ্টা খানেক আগে বিধানসভা থেকে বেরিয়ে যান মনোজ টিগ্গা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির ঘরেও এদিন যাননি দিলীপ ঘোষ। গেলেন না বিজেপি পরিষদীয় দলের ঘরেও। যেখানে ওই দুটি ঘরের পাশ দিয়ে হেঁটেই রিপোটার্স রুমে যেতে হয়। কিন্তু শুক্রবার দুটি ঘরের পাশ দিয়ে হেঁটে গেলেও তাকালেন না বিরোধীদের ঘরের দিকে।

ভেঙ্কটেশ্বর লাহিড়ী