কার্তিক অমাবস্যায় কালীপুজোর রাতে অনেক পরিবারেই পূজিতা হন লক্ষ্মী৷ একে বলা হয় দীপান্বিতা লক্ষ্মীপূজা৷ কিছু পরিবারে নিয়ম থাকে লক্ষ্মীপুজোর আগে বিদায় করা হবে অলক্ষ্মীকে৷ আবার কিছু পরিবারে শুধুই লক্ষ্মীপুজোর নিয়ম প্রচলিত৷

Dipanwita Lakshmipuja 2024: কালীপুজোর রাতে বাড়িতে অলক্ষ্মী বিদায়ের পর দীপান্বিতা লক্ষ্মীপুজো? এই ভুলগুলি করলেই পড়বেন অলক্ষ্মীর কোপে

কার্তিক অমাবস্যায় কালীপুজোর রাতে অনেক পরিবারেই পূজিতা হন লক্ষ্মী৷ একে বলা হয় দীপান্বিতা লক্ষ্মীপূজা৷ কিছু পরিবারে নিয়ম থাকে লক্ষ্মীপুজোর আগে বিদায় করা হবে অলক্ষ্মীকে৷ আবার কিছু পরিবারে শুধুই লক্ষ্মীপুজোর নিয়ম প্রচলিত৷
কার্তিক অমাবস্যায় কালীপুজোর রাতে অনেক পরিবারেই পূজিতা হন লক্ষ্মী৷ একে বলা হয় দীপান্বিতা লক্ষ্মীপূজা৷ কিছু পরিবারে নিয়ম থাকে লক্ষ্মীপুজোর আগে বিদায় করা হবে অলক্ষ্মীকে৷ আবার কিছু পরিবারে শুধুই লক্ষ্মীপুজোর নিয়ম প্রচলিত৷

 

অলক্ষ্মী বিদায়ের পুজো নিজেও করতে পারেন৷ আবার পুরোহিতকে দিয়েও করাতে পারেন৷ তবে এই পুজোর সব নিয়ম পালন করবেন নিষ্ঠা ভরে৷ নয়তো কুপিত দেবীর শাপ লাগতে পারে পরিবারে তথা সংসারে৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।
অলক্ষ্মী বিদায়ের পুজো নিজেও করতে পারেন৷ আবার পুরোহিতকে দিয়েও করাতে পারেন৷ তবে এই পুজোর সব নিয়ম পালন করবেন নিষ্ঠা ভরে৷ নয়তো কুপিত দেবীর শাপ লাগতে পারে পরিবারে তথা সংসারে৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।
অলক্ষ্মী বিদায় তথা দীপান্বিতা লক্ষ্মীপুজোর দিন বাড়িতে ঝগড়া বিবাদের উত্তপ্ত পরিবেশ কোনও অবস্থাতেই তৈরি হতে দেবেন না৷ কারওর সঙ্গে উত্তপ্ত কথা কাটাকাটি করবেন না৷
অলক্ষ্মী বিদায় তথা দীপান্বিতা লক্ষ্মীপুজোর দিন বাড়িতে ঝগড়া বিবাদের উত্তপ্ত পরিবেশ কোনও অবস্থাতেই তৈরি হতে দেবেন না৷ কারওর সঙ্গে উত্তপ্ত কথা কাটাকাটি করবেন না৷

 

বিশেষ কোনও কুলনিয়ম না থাকলে এদিন বাড়িতে নিরামিষ রান্না করুন এবং নিরামিষ খাবার গ্রহণ করুন৷ বেশি তেলমশলা ছাড়া সাত্তিক আহার গ্রহণ করার চেষ্টা করুন এই দিনে৷
বিশেষ কোনও কুলনিয়ম না থাকলে এদিন বাড়িতে নিরামিষ রান্না করুন এবং নিরামিষ খাবার গ্রহণ করুন৷ বেশি তেলমশলা ছাড়া সাত্তিক আহার গ্রহণ করার চেষ্টা করুন এই দিনে৷

 

মা লক্ষ্মীর প্রতীক বা তাঁর সঙ্গে সম্পর্কিত কোনও জিনিস এই তিথিতে দান করবেন না৷ অলক্ষ্মী বিদায়ের আগে বাড়ির সকল কোণ থেকে নোংরা আবর্জনা পরিষ্কার করুন৷
মা লক্ষ্মীর প্রতীক বা তাঁর সঙ্গে সম্পর্কিত কোনও জিনিস এই তিথিতে দান করবেন না৷ অলক্ষ্মী বিদায়ের আগে বাড়ির সকল কোণ থেকে নোংরা আবর্জনা পরিষ্কার করুন৷

 

লঙ্কা লেবুর মালা ঝুলিয়ে দিন বাড়ির মূল বা সদর দরজায়৷ মনে করা হয় এর ফলে পরিবারের উপর কোনওদিন অলক্ষ্মীর নজর পড়বে না৷ সংসারে সব সময় আসন পেতে বিরাজ করবেন ধনসম্পদের দেবী লক্ষ্মী৷
লঙ্কা লেবুর মালা ঝুলিয়ে দিন বাড়ির মূল বা সদর দরজায়৷ মনে করা হয় এর ফলে পরিবারের উপর কোনওদিন অলক্ষ্মীর নজর পড়বে না৷ সংসারে সব সময় আসন পেতে বিরাজ করবেন ধনসম্পদের দেবী লক্ষ্মী৷