Rahool Mukherjee: ‘শাস্তি’র জের! রাহুলকে সরতে হল নতুন ছবির পরিচালনা থেকে, সেই আসনে এলেন কে

কলকাতা: পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের নিলম্বন (সাসপেনশন) নিয়ে অশান্ত টলিউড। ফেডারেশনের নিয়ম বিরুদ্ধ কাজ করায় সম্প্রতি তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে। তরুণ পরিচালকের বিরুদ্ধে তিন মাসের নিষেধাজ্ঞা জারি করে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। যার ফলে আপাতত পরিচালনার যাবতীয় দায়িত্ব থেকে সরে আসতে হয়েছে তাঁকে।

পরিচালকের বিরুদ্ধে অভিযোগ, ফেডারেশনকে না জানিয়েই তিনি বাংলাদেশে গিয়ে একটি সিরিজের শ্যুটিং করে আসেন। ওপার বাংলার জনপ্রিয় ওটিটি সংস্থা চরকি-র তত্ত্বাবধানে তৈরি হচ্ছে সিরিজটি। মুখ্য চরিত্রে থাকছেন অভিনেত্রী সোহিনী সরকার। বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিরিজটি তৈরি হওয়ার কারণে পশ্চিমবঙ্গে শ্যুটের ক্ষেত্রে খরচ বেশ খানিকটা বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। বাজেটে তা কুলিয়ে না ওঠায় নাকি ওপার বাংলায় গিয়ে শ্যুট সেরে এসেছিলেন পরিচালক।

দিন কয়েক আগেই রাহুলের নতুন ছবির ঘোষণা করে বাংলার অন্যতম প্রযোজনা সংস্থা এসভিএফ। প্রোডাকশন নং: ১৭১ (ছবির নাম এখনও চূড়ান্ত নয়)-এ অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, অপরাজিতা আঢ্যের মতো অভিনেতারা। ঘটা করে হয় মহুরতও। কিন্তু রাহুলের উপর জারি হওয়া নিষেধাজ্ঞার জেরে সেই ছবির পরিচালনার দায়িত্ব থেকে সরে আসতে হয় রাহুলকে। এসভিএফের তরফ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়, রাহুল বর্তমানে ছবিটির ক্রিয়েটিভ প্রোডিউসার। তাঁর পরিবর্তে পরিচালকের আসনে বসেছেন সৌমিক হালদার।

আরও পড়ুন: শো থেকে সুমনাকে বার করে দেন কপিল? বাঙালিনী যা বললেন… ফাঁস অজানা সব তথ্য

আরও পড়ুন: জয়ার জন্যই ঐশ্বর্যের থেকে আলাদা? অভিষেকের টানাপড়েনই কি বিয়ের কফিনে শেষ পেরেক পুঁতল

কঠিন সময়ে রাহুলের পাশে ইন্ডাস্ট্রির একাংশ। পরিচালকের হয়ে আওয়াজ তুলেছেন সৃজিত মুখোপাধ্যায়, ঋদ্ধি সেন, তথাগত মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়রা।