লাইফস্টাইল Diwali 2024: দীপাবলিতে রান্নাঘরে রাখুন বিশেষ বাক্স, মা লক্ষ্মীর আশীর্বাদে সোনায় মুড়বে ভাগ্য Gallery October 26, 2024 Bangla Digital Desk সামনেই আসছে আলোর উৎসব দীপাবলি। এই উৎসবে ঘরে রাখুন বিশেষ কিছু মশলা আর তাতেই কাটতে পারে দৈন্য দশা। কারণ বছরের এই অন্যতম শুভ সময় যদি আপনি সঠিক কিছু মশলা ঘরে আনতে পারেন তবে আপনার তা জীবনেও সুখ-সমৃদ্ধি বয়ে আনবে। প্রতীকী ছবি এই প্রসঙ্গে জ্যোতিষ শাস্ত্রী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, রান্নাঘরে আপনি একটি বাক্সে কিছু বাছাই করা মশলা রেখে দিন। আর তাতেই আপনার জীবনে সৌভাগ্য, সমৃদ্ধি এবং খুশি বয়ে আনবে। দেখে নেওয়া যাক কী কী মশলা রাখবেন। প্রতীকী ছবি দারুচিনিদারুচিনি বহুসময়েই ধনসম্পদ এবং সম্পদের প্রতীক হিসাবে ধরা হয়। এই মশলার সুন্দর গন্ধ ইতিবাচক টেনে আনে। আর্থিক সম্পদ বৃদ্ধিতেও বহু সময় এটি ব্যবহৃত হয়। দীপাবলির দিন ঘরের প্রতিটি কোনায় অল্প করে দারুচিনির গুঁড়ো ছড়িয়ে দিন। প্রতীকী ছবি এলাচএলাচকে অনেক সময়েই সাফল্যের প্রতীক হিসাবে মনে করা হয়। এছাড়াও আর্থিক উন্নতির ক্ষেত্রেও তা ব্যবহৃত হয়। এই মশলার সুন্দর গন্ধ যেকোনো খাবারকেই সুস্বাদু করে তুলতে পারে। এছাড়াও দীপাবলিতে মিষ্টিতেও ব্যবহৃত হয় এই এলাচ। নিজের মানিব্যাগে বা টাকা রাখার জায়গায় এলাচ রেখে দিন। কোনও নেতিবাচক শক্তি কাছে আসবে না। প্রতীকী ছবি লবঙ্গলবঙ্গের সুন্দর গন্ধ যেকোনো নেতিবাচক শক্তিকে দূরে ঠেলে সরিয়ে দেয়। এছাড়াও ধনসম্পদ কাছে আনতে লবঙ্গ অত্যন্ত উপকারী। বিরিয়ানি-সহ নানান খাবারে এই লবঙ্গ ব্যবহার করা হয়। লবঙ্গ নিজের মানিব্যাগে রাখলে তা যেকোনো নেতিবাচক শক্তি দূরে রাখবে এবং আপনার সম্পদ বৃদ্ধি করবে। প্রতীকী ছবি আদাআদা শক্তি বর্ধককারী মশলা হিসাবেই দেখা হয়। এছাড়াও আদার রয়েছে বহু গুণ। আদা চা থেকে মিষ্টি থেকে বিভিন্ন খাবারে সবেতেই ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও জীবনের উন্নতির জন্য এই আদা ব্যবহার করা হয়। প্রতীকী ছবি মৌরিবিভিন্ন মিষ্টি থেকে বিভিন্ন খাবারে মৌরি ব্যবহৃত হয়। জীবনে সম্পদ এবং সাফল্যের প্রতীক হিসাবে দেখা হয় মৌরিতে। এছাড়াও হজমের জন্য অনেকেই মৌরি চিবিয়ে খান। এছাড়াও সম্পদ বৃদ্ধিতেও এই মৌরি অনেক উপযোগী। প্রতীকী ছবি।