ব্যবসা-বাণিজ্য Fall in Gold Price: ধনতেরসের আগে সোনা কিনতে গিয়ে মাথায় হাত, চিন্তা নেই, বছরের শেষদিকে সোনার দাম কমবে ! Gallery October 26, 2024 Bangla Digital Desk সোনার দাম কমার নামগন্ধ নেই। শুধুই উর্ধগতি। দাম বেড়েই চলেছে। সামনে ধনতেরস, তারপর দীপাবলি। এই সময় অনেকেই সোনা কেনেন। তাঁদের মাথায় হাত। অনেকে আবার মনে করছেন, ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম খুব শীঘ্রই ১ লাখ টাকা ছাড়িয়ে যাবে। হ্যাঁ, দীপাবলি পর্যন্ত সোনার দাম বাড়তে পারে। তবে তারপর অর্থাৎ বছরের শেষ দিকে সোনার দামে কিছুটা লাগাম পড়তে পারে বলে অনুমান করছেন বাজার বিশেষজ্ঞরা। চলতি বছরের জানুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে এক আউন্স সোনার দাম ছিল ২,০৫৮ ডলার। অক্টোবরে তা বেড়ে দাঁড়ায় ২,৭৪০ ডলার। এক আউন্স মানে প্রায় ২৮ গ্রাম। ভারতে ১০ গ্রাম সোনার দাম ইতিমধ্যেই ৭৯,৫০০ টাকায় পৌঁছে গিয়েছে। এই বছর সোনা থেকে প্রায় ২৯ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। কেন বাড়ছে সোনার দাম: প্রধান কারণ হল, মধ্যপ্রাচ্যের সংঘাত। গত বছরের অক্টোবর মাসে ইজরায়েলে হামাসের আক্রমণের পর থেকেই অস্থিরতা তৈরি হয়। আর বাজারে অনিশ্চয়তার পরিবেশ। এই ধরণের পরিস্থিতিতে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের দিকে ঝোঁকেন। আর সেটা হল সোনা। দ্বিতীয় কারন হল, আগামী মাসে হতে চলা আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনী অনিশ্চয়তাও সোনার চাহিদা বাড়াচ্ছে। তৃতীয় কারণ হল, মার্কিন মুলুকে সুদের হার কমতে পারে বলে অনুমান করা হচ্ছে। আগামী মাসেই এই সংক্রান্ত ঘোষণার সম্ভাবনা রয়েছে। এমনটা হলে, সোনার দাম আরও বাড়তে পারে। ভবিষ্যতে দাম কোথায় গিয়ে দাঁড়াবে: বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আউন্স প্রতি ৩ হাজার ডলারে পৌঁছতে পারে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২৮ গ্রাম সোনার দাম হবে আড়াই লাখ টাকা। ১০ গ্রাম সোনার দাম হবে ৯০ হাজার টাকা। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, সোনার দামে কিছু পরিবর্তনও হতে পারে। চলতি বছরের শেষ দিকে দাম কমার সম্ভাবনা রয়েছে। তবে একটা ব্যাপারে নিশ্চিত থাকা যায়, দীর্ঘমেয়াদে সোনা ভাল রিটার্ন দেবে। যাঁরা ইতিমধ্যেই সোনাতে বিনিয়োগ করেছেন, তাঁদের ধরে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ মনে করা হচ্ছে, সোনার দাম আরও বাড়বে। বিশেষজ্ঞদের বক্তব্য হল, সোনায় বিনিয়োগ করতে চাইলে দীর্ঘমেয়াদে করা উচিত। ডিজিটাল গোল্ড, গোল্ড ইটিএফ, গোল্ড মিউচুয়াল ফান্ড ইত্যাদি আদর্শ। কারণ এগুলি কেনা এবং বিক্রি করা সহজ। পোর্টফোলিও-এর ৫ থেকে ১০ শতাংশ সোনায় বিনিয়োগ করা উচিত। গত এক বছরে ডিজিটাল গোল্ড থেকে ব্যাপক রিটার্ন মিলেছে।