দিওয়ালিতে এই রাজ্যে মানুষ সুরায় গলা ভেজাতে পারবেন না, নভেম্বর মাসে কত দিন বন্ধ থাকবে মদের দোকান জানুন

Diwali Dry Day: দিওয়ালিতে এই রাজ্যে মানুষ সুরায় গলা ভেজাতে পারবেন না, নভেম্বর মাসে কত দিন বন্ধ থাকবে মদের দোকান জানুন

নয়াদিল্লি: চলে এসেছে দীপাবলির উৎসব। তার জন্য কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। তবে সুরা প্রেমীদের জন্য খারাপ খবর রয়েছে৷ দীপাবলির সন্ধ্যাগুলো ফিকে হয়ে থাকবে। কারণ দিল্লিতে এবার দীপাবলিতে ড্রাই ডে থাকবে। অর্থাৎ মদ দোকানগুলো বন্ধ থাকবে। চলুন জেনে নেওয়া যাক নভেম্বর মাসে কত দিন মদ দোকান বন্ধ থাকবে।

আরও পড়ুন: তিলে তিলে জমানো টাকা উধাও! বাড়ি তৈরির স্বপ্নও শেষ, ব্যক্তি দায়ি করলেন সাহারা ইন্ডিয়াকে

নভেম্বর মাসের শুরুতেই দীপাবলির উৎসব আসছে। দীপাবলিতে ১ নভেম্বর ড্রাই ডে থাকবে। অর্থাৎ দীপাবলিতে মদ দোকানগুলো বন্ধ থাকবে। এই দিনে ইংরেজি মদ-এর দোকান বন্ধ থাকবে। এছাড়াও, ওয়াইন শপ, বিয়ার শপ এবং অন্যান্য সব ধরনের মদ্যপান দ্রব্যের দোকানও বন্ধ থাকবে। হোটেল-রেস্তোরাঁয় মদ পরিবেশনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকবে।

নভেম্বর মাসে ১৪ নভেম্বর কার্তিক একাদশী পড়ছে। এই দিনেও মদের দোকানগুলো বন্ধ থাকবে। এরপর ১৫ নভেম্বর গুরু নানক জয়ন্তী পড়ছে। গুরু নানক জয়ন্তীতেও ড্রাই ডে থাকবে। অর্থাৎ মদ দোকানগুলো বন্ধ থাকবে। মদ্যপান প্রেমীদের জন্য এটি খারাপ খবর হতে পারে, কারণ বাইরে মদ বিক্রির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকবে। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন থাকায় ১৮, ১৯ ও ২০ নভেম্বর মদ দোকানগুলো বন্ধ থাকবে। তারপর ২৪ নভেম্বরেও মদের দোকান বন্ধ থাকবে।

আরও পড়ুন: জেলে প্রচণ্ড মারধর, জল চাইলে অপরাধীকে অ্যাসিড দিল এই রাজ্যের পুলিশ!

জেনে রাখা ভালো, এই বছর রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার দিন ২২ জানুয়ারি উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ড সহ অনেক রাজ্যে ড্রাই ডে ব্যবস্থা চালু করা হয়েছিল। ওই দিন মদ এবং মাছ-মাংসের বিক্রিতে নিষেধাজ্ঞা ছিল। প্রজাতন্ত্র দিবসে (২৬ জানুয়ারি) মদ বন্ধ ছিল। বন্ধ করে রাখা হয়েছিল ওয়াইন শপ এবং দেশি মদের ঠেকগুলিকেও।

সব মিলিয়ে বেশ কয়েকদিন ড্রাই ডে থাকতে চলেছে৷ তাই সুরা প্রেমীরা আগে থাকতেই ব্যবস্থা করে রাখবেন৷ না হলে শুকনো মুখেই আপনাকে কাটাতে হতে পারে উৎসব৷