বাথরুমে খালি বালতি রাখেন? খালি হয়ে যেতে পারে পকেট, সংসারে আসতে পারে বিপদ!

কলকাতা: বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। বাস্তু শাস্ত্রের সঙ্গে এই কথা একেবারে খাপ খেয়ে যায়। কারণ, বাস্তুর নিয়মের উপর অনেকে বিশ্বাস করেন, অনেকে করেন না। যাঁরা বিশ্বাস করেন, তাঁদের জন্য এই প্রতিবেদন।

বাড়ির বিভিন্ন অংশের মতো বাথরুমের সাজগোজটাও অনেকে বাস্তু নিয়ম মেনে করেন। বাড়ির প্রতিটি কোণা অনেকেই বাস্তুর নিয়ম মেনে সাজান। ফলে বাথরুমের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। আসুন আজ জেনে নেওয়া যাক- বাথরুমের ক্ষেত্রে বাস্তুর কোন কোন নিয়ম মেনে চলতে হয়।

আমরা অনেকেই জানি, বাথরুমের দরজা কখনও খোলা রাখতে নেই। প্রয়োজনের পর বাথরুমের দরজা সব সময় বন্ধ করে রাখতে হয়।

আরও পড়ুন- লাগবে মাত্র ৭টা ইট, তাহলেই ঘর হবে বরফের মতো ঠান্ডা! নেটিজেনরাও এর প্রশংসা করেছেন

কোমোডের ঢাকনা ব্যবহারের পর সব সময় বন্ধ করে রাখতে হয়। বাস্তুর নিয়ম তাই বলছে।

বাথরুমে কিছু ইন্ডোর প্ল্যান্ট রাখতে পারেন। এতে বাথরুমের পরিবেশ ভাল থাকবে।

বাথরুমে উজ্জ্বল আলো ব্যবহার করুন। সাদা, উজ্জ্বল হলুদ রঙের আলো ব্যবহার করতে পারেন।

বাথরুমের বালতি কখনও খালি রাখবেন না। খালি বালতি বাথরুমে থাকলে তার প্রভাব পড়তে পারে আপনার আর্থিক পরিস্থিতির উপর।

বাথরুমে ঝাঁটা না রাখাই ভাল। অনেকে বাথরুম পরিষ্কার করার জিনিস বাথরুমের ভিতরে রাখেন। সেটাও না করাই ভাল।

আরও পড়ুন- রাজনৈতিক অস্থিরতা থেকে অমানবিক যুদ্ধে সব শেষ, বিশ্বের সবচেয়ে দরিদ্র ১০টি দেশ

বাথরুমের যেখানে সাবান বা আয়না রাখেন তার পাশে এক টাকার কয়েন রাখতে পারেন। বাস্তু শাস্ত্র বলছে, এতে সংসারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।