চেন্নাই এক্সপ্রেসের ভিতরে ছোট্ট দোকান

Lok Sabha Election 2024: ভোটের আগে কি বলছে “চেন্নাই এক্সপ্রেস” গ্রাম,শুনলে অবাক হবেন!

বাঁকুড়া: বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত শুশুনিয়া অঞ্চলের আদিবাসী গ্রাম শিউলিবোনা। মোট ৮৪ টি আদিবাসী পরিবার রয়েছে এই গ্রামে। ভোটার সংখ্যা ৫০০-৫৫০ জন। ২৫ তারিখ লোকসভা নির্বাচন এর আগে আদিবাসী অধ্যুষিত এই গ্রামের মানুষের সাধারণ জীবনধারা এবং চাওয়া পাওয়ার হিসেব গ্রামবাসীরাই দিলেন। তবে শিউলিবনার কিছু বিশেষত্ব রয়েছে। শুশুনিয়া পাহাড়ের তলায় ছবির মত সাজানো গোছানো এই গ্রাম। সরকারিভাবে মডেলগ্রাম না হলেও। দেওয়াল শয্যার জন্য এই গ্রামকে মডেল গ্রাম বলে মনে হতেই পারে। বাদনা পরবকে কেন্দ্র করে মাটির বাড়ির দেওয়ালে ভেষজ রঙ দিয়ে করা হয় দেওয়াল সজ্জা।

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ ষষ্ঠ দফা ভোট লাইভ

রাস্তা ঘাট, বিদ্যুৎ থাকলেও জলের সমস্যা রয়েছে বলে জানিয়েছেন গ্রামেরই এক দোকানদার নগেন্দ্রনাথ মুর্মু।ভোট যাবে, ভোট আসবে। তবে প্রতিশ্রুতি গুলি প্রতিশ্রুতিই থেকে যাবে। এমনই একটা সুর শোনা গেল গ্রামের শেষ প্রান্তের বাসিন্দা ত্রিলোচন কিস্কুর মুখে। ভোটের আগে সবাইকে পাওয়া গেলেও ভোটের পরে ডাক দিলেও মুখ ঘুরিয়ে চলে যান সবাই। সেই কারণেই চাওয়া পাওয়া কিছুই নেই বলেই দাবি করছেন এই বাসিন্দা।

আরও পড়ুন : ভোটের দিনেই ছিল ৩০০ বছর প্রাচীন গাজন, রাজার হাতে পোস্টার, বন্ধ আয়োজন

গ্রামে ভাতা সংক্রান্ত কোনও সমস্যা নেই বলেই জানা গেছে। সময় মত বয়স্ক ভাতা এবং লক্ষীর ভান্ডার পাচ্ছেন গ্রামের বৃদ্ধ বৃদ্ধারা এবং মহিলারা। নিজের বয়স বলতে না পারা বৃদ্ধা হুকনী বিসরা বলেন, লোকসভা নির্বাচনে ভোট দিতে যাবেন তিনি। তবে ভোটের আগে বার্ধক্য ভাতা পেলেও বাড়ি (আবাস যোজনা)পাননি বলেই দাবি করলেন তিনি। অপরদিকে গ্রামের গৃহবধূ ললিতা মান্ডি বলেন, ১২০০ করে লক্ষীর ভান্ডারের টাকা পাচ্ছেন তিনি। তবে ওই টাকায় সংসার চলে না, এবং মাথার ওপর একটা ছাদ হলে আরওভাল হত বলেই মনে করছেন একাধিক গ্রামবাসী।

আরও পড়ুন : সোনামুখীতে মাটিতে মাথা ঠেকালেন অভিষেক, কী এমন হল?

রাজনীতির সঙ্গে আদিবাসী অধ্যুষিত শিউলিবোনার যোগসাজস খুবই কম। রাজনীতি থেকে দূরে থাকতে পছন্দ করেন গ্রামবাসীরা। চাষ বাস করেই চলে তাদের জীবিকা। আবার কেউ কেউ বাইরে গেছেন কর্মের সন্ধানেও।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

তবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে মুখিয়ে রয়েছে এই গ্রাম।

নীলাঞ্জন ব্যানার্জী