SIP Top-Up কী জানেন, এখানে সহজেই আপনার টাকা হয়ে যাবে দ্বিগুণ, তিনগুণ ও চারগুণ !

Mutual Fund SIP Top-Up:  মার্কেট লিঙ্কড হওয়া সত্ত্বেও আজকাল অনেকেই এসআইপি-তে টাকা রাখছেন ৷ গত বেশ কিছু বছরে SIP-তে বিনিয়োগের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে ৷ এর একটা বড় কারণ হচ্ছে এসআইপি-তে সরাসরি স্টকে বিনিয়োগ করার তুলনায় রিস্ক অনেকটাই কম ৷ পাশাপাশি রিটার্নও বেশ ভাল পাওয়া যায় যা অন্যান্য সরকারি স্কিমে পাওয়া যায় না ৷ বিশেষজ্ঞদের মতে এসআইপি-তে কম করে ১২ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া যায় ৷
Mutual Fund SIP Top-Up: মার্কেট লিঙ্কড হওয়া সত্ত্বেও আজকাল অনেকেই এসআইপি-তে টাকা রাখছেন ৷ গত বেশ কিছু বছরে SIP-তে বিনিয়োগের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে ৷ এর একটা বড় কারণ হচ্ছে এসআইপি-তে সরাসরি স্টকে বিনিয়োগ করার তুলনায় রিস্ক অনেকটাই কম ৷ পাশাপাশি রিটার্নও বেশ ভাল পাওয়া যায় যা অন্যান্য সরকারি স্কিমে পাওয়া যায় না ৷ বিশেষজ্ঞদের মতে এসআইপি-তে কম করে ১২ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া যায় ৷
আপনি দীর্ঘ মেয়াদের জন্য বিনিয়োগ করলে কম্পাউন্ডিং ইন্টারেস্টের সঙ্গে আপনার টাকা অনেকটাই বেড়ে যায় ৷ আপনি যত বেশি সময়ের জন্য বিনিয়োগ করবেন তত বেশি ওয়েল্থ ক্রিয়েশেন করতে পারবেন ৷ কিন্তু আপনি যদি এসআইপি-তে টপআপের বুস্টার ডোজ দিয়ে দেন তাহলে আরও দ্রুত গতিতে আপনার টাকা দ্বিগুণ, তিনগুণ ও চারগুণ হয়ে যাবে ৷
আপনি দীর্ঘ মেয়াদের জন্য বিনিয়োগ করলে কম্পাউন্ডিং ইন্টারেস্টের সঙ্গে আপনার টাকা অনেকটাই বেড়ে যায় ৷ আপনি যত বেশি সময়ের জন্য বিনিয়োগ করবেন তত বেশি ওয়েল্থ ক্রিয়েশেন করতে পারবেন ৷ কিন্তু আপনি যদি এসআইপি-তে টপআপের বুস্টার ডোজ দিয়ে দেন তাহলে আরও দ্রুত গতিতে আপনার টাকা দ্বিগুণ, তিনগুণ ও চারগুণ হয়ে যাবে ৷
আগে জেনে নিন Top-Up কী ?
আগে জেনে নিন Top-Up কী ?
আপনি এসআইপি করলে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা প্রতি মাসে জমা করতে থাকেন ৷ ধরে নিন আপনি ১০ বছরের জন্য ২০০০ টাকার এসআইপি করেছেন ৷ আপনি ১০, ১৫ বা ২০ যত বছরের জন্য এসআইপি চালাবেন মাসে ২০০০ টাকা দিতে হবে ৷  Top-Up SIP এমন একটা সুবিধা যেখানে আপনি প্রতি মাসে টাকার অঙ্ক বাড়াতে পারবেন ৷ অর্থাৎ আপনি চাকরির শুরুর দিকে ২০০০ টাকা এসআইপি করেছেন কিন্তু আপনি আপনার বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে এসআইপি-র টাকাও বাড়তে পারবেন ৷
আপনি এসআইপি করলে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা প্রতি মাসে জমা করতে থাকেন ৷ ধরে নিন আপনি ১০ বছরের জন্য ২০০০ টাকার এসআইপি করেছেন ৷ আপনি ১০, ১৫ বা ২০ যত বছরের জন্য এসআইপি চালাবেন মাসে ২০০০ টাকা দিতে হবে ৷ Top-Up SIP এমন একটা সুবিধা যেখানে আপনি প্রতি মাসে টাকার অঙ্ক বাড়াতে পারবেন ৷ অর্থাৎ আপনি চাকরির শুরুর দিকে ২০০০ টাকা এসআইপি করেছেন কিন্তু আপনি আপনার বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে এসআইপি-র টাকাও বাড়তে পারবেন ৷
২০০০ টাকা এসআইপি করেছেন এবার প্রতি বছর ১০ শতাংশ করে টাকা বাড়ালে প্রথম বছরে ২২০০ টাকা দ্বিতীয় বছরে ২৪২২ টাকা হবে ৷
২০০০ টাকা এসআইপি করেছেন এবার প্রতি বছর ১০ শতাংশ করে টাকা বাড়ালে প্রথম বছরে ২২০০ টাকা দ্বিতীয় বছরে ২৪২২ টাকা হবে ৷
কীভাবে টাকা হবে দ্বিগুণ, তিনগুণ ও চারগুণ ?
কীভাবে টাকা হবে দ্বিগুণ, তিনগুণ ও চারগুণ ?
কীভাবে টাকা হবে দ্বিগুণ, তিনগুণ ও চারগুণ ?
কীভাবে টাকা হবে দ্বিগুণ, তিনগুণ ও চারগুণ ?
ধরে নিন ১০ শতাংশ টাপ আপের সঙ্গে ১০ বছরের জন্য এসআইপি করলেন তাহলে মোট বিনিয়োগ হবে ৩,৮২,৪৯৮ টাকা ৷ ১২ শতাংশ রিটার্ন হিসেব করলে আপনি ২,৯২,৩৬৭ টাকা সুদ হিসেবে পাবেন ৷ অর্থাৎ ১০ বছর পর মোট ৬,৭৪,৮৬৫ টাকা পাবেন ৷ কিন্তু টপআপ করালে এসআইপি ১৫ বছরের জন্য করলেন তাহলে মোট বিনিয়োগ ৭,৬২,৫৪০ টাকা হবে ৷ সুদ হিসেবে পাবেন ৯,৭৪,২৩০ টাকা  ৷ ১৫ বছরে মোট ১৭,৩৬,৭৭০ টাকা পাবেন ৷

ধরে নিন ১০ শতাংশ টাপ আপের সঙ্গে ১০ বছরের জন্য এসআইপি করলেন তাহলে মোট বিনিয়োগ হবে ৩,৮২,৪৯৮ টাকা ৷ ১২ শতাংশ রিটার্ন হিসেব করলে আপনি ২,৯২,৩৬৭ টাকা সুদ হিসেবে পাবেন ৷ অর্থাৎ ১০ বছর পর মোট ৬,৭৪,৮৬৫ টাকা পাবেন ৷ কিন্তু টপআপ করালে এসআইপি ১৫ বছরের জন্য করলেন তাহলে মোট বিনিয়োগ ৭,৬২,৫৪০ টাকা হবে ৷ সুদ হিসেবে পাবেন ৯,৭৪,২৩০ টাকা ৷ ১৫ বছরে মোট ১৭,৩৬,৭৭০ টাকা পাবেন ৷
একই ভাবে ২০ বছরের জন্য টাকা রাখলে আপনার মোট বিনিয়োগ হবে ১৩,৭৪,৬০০ টাকা ৷ ২৬, ০৩,১৪৩ টাকা সুদ হিসেবে পাবেন ৷ ২০ বছর পর আপনি পেয়ে যাবেন মোট ৩৯,৭৭,৭৪৩ টাকা ৷
একই ভাবে ২০ বছরের জন্য টাকা রাখলে আপনার মোট বিনিয়োগ হবে ১৩,৭৪,৬০০ টাকা ৷ ২৬, ০৩,১৪৩ টাকা সুদ হিসেবে পাবেন ৷ ২০ বছর পর আপনি পেয়ে যাবেন মোট ৩৯,৭৭,৭৪৩ টাকা ৷