২ দিনে কেরিয়ার শেষ এই ক্রিকেটারের! দুর্ভাগ্য একেই বলে, নামটা জানলে অবাক হবেন

কলকাতা:  পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন ফাস্ট বোলার এবং সুইংয়ের সুলতান ডাকনামে জনপ্রিয় ওয়াসিম আক্রম রাজস্থান রয়্যালসের ফাস্ট বোলার সন্দীপ শর্মার প্রশংসা করে একটি বড় মন্তব্য করেছেন।

সন্দীপ চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন। ফ্র্যাঞ্চাইজির হয়ে ৮টি ম্যাচে সন্দীপ মোট ১০টি উইকেট নিয়েছেন। সন্দীপ পাওয়ারপ্লে এবং ডেথ ওভারে  কার্যকরী ভূমিকা নিচ্ছেন।

টক শো ‘ম্যাচ কি বাত’-এ সন্দীপ শর্মাকে নিয়ে আলোচনা করার সময় ওয়াসিম আক্রম বলেছেন – ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করছে ও। আমি ওকে প্রথম ২০১২ U19 বিশ্বকাপে দেখেছিলাম। বুমেরাং-এর মতো বল সুইং করেছিল ও। তবে ও একজন আন্ডাররেটেড ক্রিকেটার।

আরও পড়ুন- বাজারে নতুন স্মার্টফোন লঞ্চ করল Motorola! দাম সাধ্যের মধ্যে, ফিচার কী কী

আক্রম আরও বলেছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ তিন ওভারে কেন আপনাকে একজন বিশেষজ্ঞ বোলার হতে হবে তা আমি আগেও বলেছি। বিশ্বে খুব কম বোলার দেখেছে যাদের এই দক্ষতা আছে, কিন্তু সন্দীপ তাদের একজন।

অনেকেই জানেন না, সন্দীপের আন্তর্জাতিক কেরিয়ার মাত্র ২ দিনে শেষ হয়ে যায়। ২০১৫ সালে ভারতের জার্সি গায়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২টি টি২০ খেলেন তিনি। ১৭ জুলাই ও ১৯ জুলাই। তার পর আর কখনও তিনি ভারতীয় দলে ডাক পাননি।

আরও পড়ুন- ডাউনলোড ফিচার সরিয়ে দিচ্ছে Netflix! নামিয়ে রাখতে পারবেন না পছন্দের শো? কী করবেন

সন্দীপ কিন্তু আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেন। রাজস্থানের ভরসাযোগ্য পেসার তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ভাগ্য সঙ্গ দেয়নি। মাত্র ২টি ম্যাচ খেলে আর কখনও তিনি ডাক পাননি। সেই সন্দীপের প্রশংসা এবার শোনা গেল আক্রমের মুখে। সন্দীপের সুইং এবিলিটি নিয়ে আগেও অনেক প্রাক্তন প্রশংসা করেছেন।