ক্রিকেট দেখেন? বলুন তো, ভারতের ফিল্ডিং কোচ কে? ৯৯% ক্রিকেটভক্ত জানেন না

কলকাতা: ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য প্রথম শর্ত ছিল, আবেদনকারী কেমন ক্রিকেটার ছিলেন! কিন্তু বর্তমান কোচেরা সেই ধারণা পাল্টে দিয়েছেন। হায়দরাবাদের প্রাক্তন বাঁহাতি স্পিনার আর শ্রীধর ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রীর নেতৃত্বাধীন কোচিং স্টাফের অংশ ছিলেন। তিনিই প্রথম এই ধারণা পরিবর্তন করেছিলেন।

এর পর বর্তমান ফিল্ডিং কোচ টি দিলীপ এই ধারণা পুরোপুরি পাল্টে দিয়েছেন। কোচ হিসেবে সম্মান পেতে বড় তারকা হতে হয় না। ২০২৩ বিশ্বকাপে প্রতি ম্যাচের পর সেরা ফিল্ডারকে দেওয়া হয়েছিল বিশেষ পুরস্কার। সেবারই প্রথম ভারতের ফিল্ডিং কোচের নাম সবাই জানতে পারেন।

আরও পড়ুন- মদের গ্লাস দেখলেই পালান ‘এই’ ভারতীয় ক্রিকেটাররা! একদম অপছন্দ, রয়েছে খুব চেনা নাম

ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ। তিনি আসার পর থেকে ভারতীয় ক্রিকেটারদের ফিল্ডিং স্কিল বেড়েছে। ২০২৩ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা।

রাজ্য ক্রিকেট একাডেমির জুনিয়র খেলোয়াড়দের কোচিং করতেন। তিনি আইপিএল দল ডেকান চার্জার্সে সহকারী ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন। ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) এক দশক কাটিয়েছেন।

তাঁর পরিবারের কেউ কখনও তাঁকে ক্রিকেট খেলার জন্য সমর্থন করেনি। তিনি স্কুলে বাচ্চাদের অঙ্ক পড়াতে বাধ্য হন। সেই টাকা দিয়ে তিনি ক্রিকেট কোচিং-এর কোর্স করেন।

আরও পড়ুন- রোহিত কি খেলবে? পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাদশে থাকবে মহাচমক! জানুন বিস্তারিত

বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, দিলীপ বেসবল কোচ মাইক ইয়ং-এর সহকারী হিসেবে কাজ করেচেন। ইয়ং ডেকান চার্জার্সের ফিল্ডিং কোচ ছিলেন। তিনি লেভেল ২ এবং ৩ কোর্সে ভাল ফল করেন। তবে এখনও হয়তো অনেক ক্রিকেটভক্ত দিলীপের নাম জানেন না!