Mamata Banerjee: ‘এই সরকার দ্রুত পড়ে যাবে!’ মোদি শপথ নেওয়ার আগেই ভবিষ্যদ্বাণী করে দিলেন মমতা

কলকাতা: ভোট প্রচারে দাবি করেছিলেন, বিজেপি দুশোর গণ্ডি পেরোবে না৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভবিষ্যদ্বাণী পুরোপুরি না মিললেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি৷ নীতীশ কুমার, চন্দ্রবাবু নায়ডুদের মতো শরিকদের ভরসায় রবিবার তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি৷ যদিও সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই তৃণমূলনেত্রী দাবি করলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে তৃতীয় এনডিএ সরকার খুব বেশি দিন স্থায়ী হবে না৷

শনিবার দলের নবনির্বাচিত সাংসদদের নিয়ে কালীঘাটে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, সেই বৈঠকেই তিনি দলের সাংসদ এবং নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘এই সরকার দ্রুত পড়ে যাবে৷’

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে মোট ২৪০টি আসনে জয়ী হয়েছে বিজেপি৷ সেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২ আসন৷ নীতীশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নায়ডুর দল টিডিপির সমর্থনেই মূলত সরকার গড়ার সংখ্যায় পৌঁছেছে এনডিএ৷ এই দুই নেতার মধ্যে একজনের সমর্থন এদিক ওদিক হলেই সঙ্কটে পড়বে মোদি সরকার৷ ফলে শনিবারের বৈঠকে মমতা বন্দ্যেোপাধ্যায়ের মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷

আরও পড়ুন: ঝড়ের গতিতে ছোটান বন্দে ভারত, মোদির শপথে আমন্ত্রিত দুই মহিলা ট্রেন চালক! চেনেন তাঁদের?

ভোটের ফল প্রকাশের পর ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এর পর অখিলেশ যাদব, সঞ্জয় রাউত, উদ্ধব ঠাকরের মতো ইন্ডিয়া জোটে থাকা নেতাদের সঙ্গেও পৃথক বৈঠক করেন তিনি৷

নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নায়ডু অবশ্য ইতিমধ্যেই জানিয়েছেন, তাঁরা এনডিএ-র সঙ্গেই থাকবেন৷ কিন্তু অতীতে দুই নেতাই যেভাবে বার বার শিবির বদলেছেন, তাতে নায়ডু-নীতীশকে নিয়ে নিশ্চিন্ত হতে পারছেন না অনেক বিজেপি নেতাও৷ এই পরিস্থিতিতে তৃণমূলনেত্রীর শনিবারের ভবিষ্যদ্বাণী নতুন রাজনৈতিক মহলে নতুন মোদি সরকারের ‘আয়ু’ নিয়ে আবার জল্পনা তৈরি করল৷