প্রতীকী ছবি

হাতে পায়ে চুলকানি, ডেঙ্গি মশার প্রকোপ! প্লাবিত এলাকা রোগের ‘ডিপো’ ,কী করবেন চিকিৎসকের মত

পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে একাধিক এলাকা বন্যায় বানভাসি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষাধিক মানুষ। এমনিতেই বর্ষাকাল শেষের পথে। অন্যদিকে টানা কদিনের বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে বানভাসি হয়েছে একাধিক এলাকা। তবে এই সকল এলাকায় যেমন পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে, তেমনি মানুষের মধ্যে নানা রোগ অসুখের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। প্লাবিত এলাকায় দেখা দিচ্ছে ডায়েরিয়ার প্রকোপ, কোথাও ডেঙ্গু মশার উপদ্রব। আবার হাতে এবং পায়ে নানা ত্বকের সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্ত রোগ উপসর্গ থেকে কীভাবে মুক্তি মিলবে, তা সবিস্তারে তুলে ধরলেন নারায়ণগড় ব্লক মুখ্য স্বাস্থ্য অধিকর্তা চিকিৎসক আশীষ কুমার মণ্ডল।

বন্যা প্লাবিত এলাকায় জল জমে থাকার কারণে পচন সৃষ্টি হয়েছে আবর্জনায়। সেই সমস্ত এলাকার জল দূষিত হয়ে উঠছে। স্বাভাবিকভাবে দূষিত জল শরীরের ত্বকে লাগলে নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে। এছাড়াও আর্দ্র জায়গায় চলাফেরার কারণে হাতে এবং পায়ে একাধিক কালো কালো দাগ ও নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে সাধারণ মানুষের। চিকিৎসকের পরামর্শ, জল নামলে আর্দ্র জায়গায় ব্লিচিং এবং চুন মিশিয়ে ছড়ান উচিত, এক্ষেত্রে জীবাণু নাশ হয়।

আরও পড়ুনUric Acid Remove: ইউরিক অ্যাসিডের বংশ টেনে বের করবে শরীর থেকে, রান্নাঘরের এই জিনিসগুলিতে জাদু, গেঁটে ব্যথা ভ্যানিশ হবে

শুধু তাই নয় এই সময়ে জমা জলে বাড়ছে ডেঙ্গু মশার উপদ্রব। বাড়ছে ডায়েরিয়ার প্রকোপ। জলের নানা সমস্যা দেখা দিচ্ছে। তবে প্রশাসনের সিদ্ধান্ত মত জল পরীক্ষার বিধান দিয়েছেন চিকিৎসক আশীষ কুমার মণ্ডল। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বার্তা দিয়েছেন তিনি।

মূলত বন্যার ফলের কারণে, হাতে এবং পায়ে নানান সমস্যা দেখা দিচ্ছে। যেমন হাজা, চুলকানির মতো সমস্যা দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। সেক্ষেত্রে রাতে ঘুমাতে যাবার সময় পরিষ্কার গরম জলে হাত-পা পরিষ্কার করা এবং বেশি সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ মত ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

রঞ্জন চন্দ