পোস্টার টাঙানো

Alipurduar News: মহিলা সুরক্ষা ও মানব পাচার রুখতে অভিনব উদ্যোগ, পুজোর আগে হেল্পলাইন নম্বর চালু ই রিক্সা চালকদের!

আলিপুরদুয়ার: প্রতিবছর পুজোর আগে সক্রিয় হয়ে ওঠে মানব পাচারচক্র। বিশেষ নজর থাকে চা বাগান ও সীমান্ত এলাকায় এই ধরনের চক্র সক্রিয় হয়ে ওঠে।  এই বছর মহিলাদের নিরাপত্তা দিতে এবং মানব পাচার রুখতে এগিয়ে এলেন অটো, বাস চালকদের পাশাপাশি ই রিক্সা চালকরা।

আরও পড়ুন: ফের নয়া ঘূর্ণাবর্তের হুশিয়ারি..! বৃষ্টির হাত থেকে রেহাই নেই, ধেয়ে আসছে ঝড়-জল

পুজোর আগে চা বাগান ও সীমান্ত এলাকায় শ্রমিকদের বোনাস নিয়ে নানান সমস্যা দেখা যায়। সংসারে অনটন সামলাতে বেশি টাকার কাজের লোভে পাচারকারীদের খপ্পরে পড়েন শ্রমিকদের পরিবারের সদস্যরা।  এই ঘটনা ঘটে যায় চোখের পলকে। এছাড়াও মহিলারা রাস্তায় চলাচলের সময় বেশি রাত হলে নিজেদের সুরক্ষিত মনে করেন না বলেও অভিযোগ ওঠে।

আরও পড়ুন: স্বামীর কাছে হাতেখড়ি, এখন প্রতিমা গড়েই সংসার চলছে মহিলা মৃৎশিল্পীর

এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, এই পুজোয় ই রিক্সা চালকরা তাঁদের পাশে দাঁড়াবেন । গাড়ি চালকদের পক্ষ থেকে হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে। যেখানে থাকছে তিনটি ফোন নম্বর। মহিলা যাত্রীদের জন্য অভিনব উদ্যোগ গ্ৰহণ করল গাড়ি চালকদের সংগঠন। মহিলাদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হল সংগঠনের পক্ষ থেকে। সেই হেল্পলাইন নম্বর এলাকার  সমস্ত অটো, বাস ও ই রিক্সাতে পোষ্টার আকারে লাগানো থাকছে।কোনো মহিলা যাত্রী সমস্যায় পড়লে সেই নম্বরে ফোন করলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হবেন সংগঠনের সদস্যরা বলে জানান সভাপতি আনন্দ চন্দ।
তিনি জানান, ” যেকোনো দুর্ঘটনা ঘটতে বেশি সময় লাগে না। তবে যাত্রীরা কোনও আঁচ পেলেই আমাদের দেওয়া হেল্প লাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। সব সময় এই হেল্প লাইন নম্বর চালু থাকবে। আমরা বিশেষভাবে নজর দিচ্ছি জয়গাঁ ও কালচিনিতে।”

Annanya Dey