সেই সঙ্গে হাসনাবাদ – বিবাদি বাগ লোকাল ভোর ৫টা ৪৫ মিনিটের পরিবর্তে ভোর ৬টা ৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়বে, সেই সঙ্গে ট্রেনটি বিবাদি বাগের পরিবর্তে বারাসাত পর্যন্ত চলবে।

Sealdah station: শিয়ালদহে ট্রেন চলাচলের সমস্যা ঠেকাতে রাজ্যকে বিশেষ বাস চালানোর অনুরোধ রেলের

কলকাতা: শিয়ালদহ উত্তর শাখার প্ল্যাটফর্মগুলির সম্প্রসারণের কাজ শেষ হয়ে গিয়েছে। এবার শিয়ালদহ মেন শাখায় ১২ কোচের ট্রেন চলাচলের জন্য শুক্রবার থেকে রবিবার নানা ভাবে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। শিয়ালদহে পাঁচটি প্ল্যাটফর্ম পুরোপুরি বন্ধ। ট্রেন বাতিল-সহ যাত্রাপথ সংক্ষিপ্তও করে দেওয়া হয়েছে বহু ট্রেনের। যার ফলে প্রথম দিন থেকেই যাত্রীদের প্রবল ভোগান্তির শিকার হতে হয়েছে। টিটাগড়ে ট্রেন থেকে পড়ে মারাও গিয়েছেন এক জন যাত্রী।

আরও পড়ুন: আগামী দু’-তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যের দুই জেলায়

এ বার রাজ্য সরকারকে বিশেষ বা চালানোর অনুরোধ করা হল রেলের তরফে। শুক্রবার শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রাজ্যের পরিবহণ সচিবকে বিশেষ বাস (ফিডার বাস) চালানোর অনুরোধ করেছেন। ৮ এবং ৯ জুনও ট্রেন চলাচল অনিয়মিত থাকবে, তাই সেই দিনগুলোতে যাতে বিশেষ বাস চালানো যায় তারই অনুরোধ করেছেন শিয়ালহের ডিআরএম।

রেলের অনুরোধে সাড়াও দিয়েছে পরিহবহণ দফতর। ব্যারাকপুর, শিয়ালদহ, দমদম- সহ একাধিক রুটে বিশেষ বাস চালানোর পরিকল্পনা করছে রাজ্যের পরিবহণ দফতর। সপ্তাহান্তে অফিসযাত্রীদের ভিড় কিছুটা হলেও কম থাকে, তাই রাজ্য সরকার ফিডার বাস চালালে যাত্রী ভোগান্তি খানিকটা কমতে পারে বলে ধারণা রেলের। প্রসঙ্গত শিয়ালদহ মেন লাইনের ট্রেনগুলির মধ্যে অধিকাংশই এখনই দমদম পর্যন্ত চলছে। অন্য দিকে বনগাঁ এবং হাসনাবাদ শাখার ট্রেনগুলি চলছে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত।