পুলিশ হেফাজতে অভিযুক্ত

Drug Smuggling: কালিয়াচকে রোজ রোজ ঘটছে কী! হাওয়ায় উড়ছে লক্ষ-কোটি টাকা! ঘটনায় হাঁ তদন্তকারীরা, গ্রেফতার ৩

মালদহ: ব্রাউন সুগার উদ্ধারে জোড়া সাফল্য কালিয়াচক থানার পুলিশের। একদিকে উদ্ধার ব্রাউন সুগার তৈরির কারখানা। অপরদিকে, ব্রাউন সুগার পাচার চক্রের আন্তঃরাজ্য যোগসূত্র উঠে এসেছে পুলিশের হাতে। মালদহ থেকে নাগাল্যান্ডের যোগসূত্রের হদিশ মিলেছে। ঘটনায় দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ব্রাউন সুগার তৈরির কাঁচামালও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর-পূর্ব ভারতের রাজ্য নাগাল্যান্ড থেকেই কাঁচামাল নিয়ে আসা হয় মালদহে। তারপর মালদহের কালিয়াচকে ব্রাউন সুগার তৈরি করা হয়। তারপর সেগুলি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হয়। কারণ একইদিনে কালিয়াচক থানার পুলিশ ব্রাউন সুগার তৈরীর কাঁচামাল-সহ দু’জনকে গ্রেফতার করেছে। অপরদিকে কালিয়াচক থানা এলাকা থেকেই উদ্ধার হয়েছে ব্রাউন সুগার তৈরির কারখানা। সেখান থেকেও এক অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার।

আরও পড়ুনঃ দাঁতের ব্যথা যখন-তখন অসহ্য হয়ে ওঠে! ২ টাকার এই কালো দানায় ৫ মিনিটে ভ্যানিশ! জানুন ব্যবহার

গোপন সূত্র খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ হানা দেয় শাহবাজপুর বামনটোলা গ্রামে। সেখানেই একটি গোপন ডেরায় তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে প্রায় ৩ কেজি ৪৭৬ গ্রাম ব্রাউন সুগার। বদরুজ্জামান নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। তার থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। এদিকে, এ দিনই কালিয়াচক থানার পুলিশ আরও একটি গোপন ডেরায় হানা দিয়ে উদ্ধার করে প্রায় এক কেজি ৩৯ গ্রাম ব্রাউন সুগার তৈরির কাঁচামাল। এই ঘটনায় বিশ্বদীপ মণ্ডল ও নগরদীপ মণ্ডল নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বাড়ি কালিয়াচক থানার মালিকপুর গ্রামে।

আরও পড়ুনঃ আজ রাত থেকে বাতিল হাওড়া শাখার বহু ট্রেন, কোন রুটের কোন কোন ট্রেন বাতিল? জানুন

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে অভিযুক্ত দুইজন ব্রাউন সুগার তৈরির কাঁচামাল গুলি নাগাল্যান্ড থেকে মালদহে নিয়ে এসেছিল। দুটি ঘটনায় পুলিশ প্রায় পাঁচ কোটি টাকার ব্রাউন সুগার ও ব্রাউন সুগার তৈরির কাঁচামাল উদ্ধার করেছে। অভিযুক্তদের মালদহ জেলা আদালতের পেশ করে পুলিশে হেফাজতে নিয়েছে কালিয়াচক থানার পুলিশ। মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, পৃথক দুটি জায়গায় অভিযান চালিয়ে ব্রাউন সুগার ও ব্রাউন সুগার তৈরির কাঁচামাল উদ্ধার হয়েছে। মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

হরষিত সিংহ