বন্যার আশঙ্কা বাড়ছে।

Flood Situation In West Bengal: টানা বৃষ্টিপাতের জের, ভেঙে পড়ল একাধিক বাড়ি, ডুবল সড়ক পথ, রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি

রাজ্যে নিম্নচাপের জেরে অবিরাম বৃষ্টিপাত হয়ে চলেছে৷ যার জেরে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে শুরু হয়েছে বন্যা পরিস্থিতি৷
রাজ্যে নিম্নচাপের জেরে অবিরাম বৃষ্টিপাত হয়ে চলেছে৷ যার জেরে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে শুরু হয়েছে বন্যা পরিস্থিতি৷
অত্যাধিক বৃষ্টিপাতের জেরে রাজ্যের একাধিক বাড়ি ভেঙে পড়ল। এমনই ঘটনা ঘটেছে বীরভূমের সিউড়ি ২ ব্লকের পঞ্চায়েতের অন্তর্গত গাংটে গ্রাম-সহ আশেপাশের একাধিক গ্রামে। তাতেই বিপাকে পড়েছেন এলাকাবাসী।
অত্যাধিক বৃষ্টিপাতের জেরে রাজ্যের একাধিক বাড়ি ভেঙে পড়ল। এমনই ঘটনা ঘটেছে বীরভূমের সিউড়ি ২ ব্লকের পঞ্চায়েতের অন্তর্গত গাংটে গ্রাম-সহ আশেপাশের একাধিক গ্রামে। তাতেই বিপাকে পড়েছেন এলাকাবাসী।
দু’দিনের অবিরামের বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে খড়গপুর পৌরসভার বিস্তীর্ণ এলাকা৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ২ নম্বর ওয়ার্ডের ইন্দা নিউ টাউন এলাকা৷ আনন্দনগর এলাকায় স্থানীয় পুকুরের সঙ্গে মিশে গিয়েছে রাস্তা৷ এর ফলে যে কোনও সময় পুকুরে পড়ে গিয়ে আহত হতে পারেন সাধারণ মানুষও। স্থানীয়দের অভিযোগ কাউন্সিলরকে বারবার জানানো সত্ত্বেও নিকাশি ব্যবস্থা নিয়ে কোনওরকম ব্যবস্থা করেনি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
দু’দিনের অবিরামের বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে খড়গপুর পৌরসভার বিস্তীর্ণ এলাকা৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ২ নম্বর ওয়ার্ডের ইন্দা নিউ টাউন এলাকা৷ আনন্দনগর এলাকায় স্থানীয় পুকুরের সঙ্গে মিশে গিয়েছে রাস্তা৷ এর ফলে যে কোনও সময় পুকুরে পড়ে গিয়ে আহত হতে পারেন সাধারণ মানুষও। স্থানীয়দের অভিযোগ কাউন্সিলরকে বারবার জানানো সত্ত্বেও নিকাশি ব্যবস্থা নিয়ে কোনওরকম ব্যবস্থা করেনি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
একনাগাড়ে বৃষ্টির কারণে ভেঙেছে কামারডাঙ্গাল গ্রামের কাছে বক্রেশ্বর নদীর ব্রিজ। এর ফলে এই গ্রামের সঙ্গে সিউড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জল বেড়েছে চন্দ্রভাগা নদীতেও। সিউড়ি ২ নম্বর ব্লকের মাঝি গ্রামের কাছে পি এইচ ই দপ্তরের মেশিন রুমে জল ঢুকে গিয়েছে।
একনাগাড়ে বৃষ্টির কারণে ভেঙেছে কামারডাঙ্গাল গ্রামের কাছে বক্রেশ্বর নদীর ব্রিজ। এর ফলে এই গ্রামের সঙ্গে সিউড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জল বেড়েছে চন্দ্রভাগা নদীতেও। সিউড়ি ২ নম্বর ব্লকের মাঝি গ্রামের কাছে পি এইচ ই দপ্তরের মেশিন রুমে জল ঢুকে গিয়েছে।
ভারী বৃষ্টির জেরে জল বেড়েছে ঘাটালের শিলাবতী, কেঠিয়া-সহ একাধিক নদীগুলিতে৷ চন্দ্রঘোনা শিলাবতী নদীর উপর কাঠের সেতুও ডুবে গিয়েছে৷ ডুবে গিয়েছে বিঘার পর বিঘা ধান খেত। বৃষ্টির ফলে রাজ্য সড়কে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল৷ অতি ভারী বৃষ্টির জেরে জল বেড়েছে ঘাটালের নদী গুলিতে আবারও বন্যার আশঙ্কা। জানা গিয়েছে ঘাটালে বন্যার আগাম প্রস্তুতি শুরু করেছে প্রশাসন ।
ভারী বৃষ্টির জেরে জল বেড়েছে ঘাটালের শিলাবতী, কেঠিয়া-সহ একাধিক নদীগুলিতে৷ চন্দ্রঘোনা শিলাবতী নদীর উপর কাঠের সেতুও ডুবে গিয়েছে৷ ডুবে গিয়েছে বিঘার পর বিঘা ধান খেত। বৃষ্টির ফলে রাজ্য সড়কে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল৷ অতি ভারী বৃষ্টির জেরে জল বেড়েছে ঘাটালের নদী গুলিতে আবারও বন্যার আশঙ্কা। জানা গিয়েছে ঘাটালে বন্যার আগাম প্রস্তুতি শুরু করেছে প্রশাসন ।
বীরভূমের অজয় নদীর উপরে অবস্থিত জয়দেব ফেরিঘাট জলের তোরে ভেঙে গেল। এর আগেও ভারী বর্ষণের কারণে এই ফেরিঘাটটি ভেঙে গিয়েছিল৷ এই ফেরিঘাট দিয়ে দ্রুত বীরভূম থেকে দুর্গাপুরে যাওয়া যেত৷ কিন্তু ফেরিঘাট ভেঙে যাওয়ায় ওই রাস্তা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।
বীরভূমের অজয় নদীর উপরে অবস্থিত জয়দেব ফেরিঘাট জলের তোরে ভেঙে গেল। এর আগেও ভারী বর্ষণের কারণে এই ফেরিঘাটটি ভেঙে গিয়েছিল৷ এই ফেরিঘাট দিয়ে দ্রুত বীরভূম থেকে দুর্গাপুরে যাওয়া যেত৷ কিন্তু ফেরিঘাট ভেঙে যাওয়ায় ওই রাস্তা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।
লাগাতার বৃষ্টিতে মাতাবেল খালের জলস্তর ক্রমশ বাড়তে শুরু করেছে। এর ফলে জলের তলায় চলে গিয়েছে বাঁকুড়ার মেজিয়া থানার মাতাবেল কজওয়ে। সেতুর উপর দিয়ে বেগে জল বইতে থাকায় দুর্ঘটনার আশঙ্কায় ওই কজওয়ে দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। ফলে ব্যাপক সমস্যায় পড়েন মাতাবেল খালের দু’পাড়ে থাকা অসংখ্য গ্রামের বাসিন্দারা।
লাগাতার বৃষ্টিতে মাতাবেল খালের জলস্তর ক্রমশ বাড়তে শুরু করেছে। এর ফলে জলের তলায় চলে গিয়েছে বাঁকুড়ার মেজিয়া থানার মাতাবেল কজওয়ে। সেতুর উপর দিয়ে বেগে জল বইতে থাকায় দুর্ঘটনার আশঙ্কায় ওই কজওয়ে দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। ফলে ব্যাপক সমস্যায় পড়েন মাতাবেল খালের দু’পাড়ে থাকা অসংখ্য গ্রামের বাসিন্দারা।