ডুরান্ড কাপের ম্যাচ কলকাতাতেই! পুলিশের বড় সিদ্ধান্ত, ফুটবলপ্রেমীদের জন্য বিরাট খবর

কলকাতা: নিরাপত্তার স্বার্থে গত রবিবার ডার্বি বাতিল করেছিল রাজ্য প্রশাসন। কলকাতা থেকে ডুরান্ড কাপ প্রতিযোগিতার গোটাটাই সরিয়েও নেওয়া হয়েছে। এর পর যৌথভাবে কলকাতার প্রধান তিন দল আবেদন জানাল, ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল যেন কলকাতার বুকেই আয়োজিত হয়।

আরজি করের তরুণী চিকিৎসক যেন সুবিচার পান, দোষীর যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়, সেই দাবিতেও একযোগে বিবৃতি দিয়েছে ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান। উল্লেখ্য, আরজি কর কাণ্ডের প্রতিবাদের আবহে নিরাপত্তা লঙ্ঘিত হতে পারে, সেই কারণেই ডুরান্ড কাপের ডার্বি বাতিল করা হয়।

আরও পড়ুন- বিশ্ব ক্রিকেটের সেরা ১১ জন! গম্ভীর বাছলেন সেই দল, যাঁদের দলে নিলেন, কেউ নেয় না

গত রবিবার বহু প্রতীক্ষিত ডার্বিতে আরজি কর কাণ্ডের প্রতিবাদের গ্যালারিতে ‘প্রতিবাদী’ টিফো নামানোর পরিকল্পনা ছিল ইস্টবেঙ্গল-মোহনবাগানের সমর্থকদের। এর মধ্যেই আচমকা ‘বড় ম্যাচ’ বাতিল করে দেয় বিধাননগর কমিশনারেট। জানানো হয় পুলিশি নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

আরও পড়ুন- অলিম্পিক্সের পারফরম্যান্স মোটিভেট করছে, স্টেট চ্যাম্পিয়নশিপে শ্যুটারদের আগ্রহ

এরই মাঝে ভাল খবর। ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল হবে যুবভারতীতে। কলকাতা থেকে ম্যাচ সরে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ দুটি সেমিফাইনাল এবং ফাইনাল যুবভারতীতে আয়োজন করার অনুমতি দিল। এর আগে পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছিলেন সমর্থকরা। তাই এমন বিতর্কের আবহে আর ডুরান্ডের বাকি ম্যাচগুলি বাতিলের পথে হাঁটল না পশ্চিমবঙ্গ পুলিশ।