জিরাট আদি বারোয়ারির এই বছরের মন্ডপ নিবেদন মুন টাওয়ার

Durga Puja 2024: বিরাট খবর! কাতারের মুনটাওয়ার এবার দেখা যাবে জিরাটে, ঠিকই শুনছেন

হুগলি: আর মাত্র কয়েকটা মাস। তারপরেই আপামর বাঙালি মেতে উঠবে তাদের দুর্গাপুজোয়। সেই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। খুঁটিপূজার মধ্যে দিয়ে উৎসব শুরু হলজিরাট আদি বারোয়ারিতে। এবছর জিরাট আদি বারোয়ারির ৭৪তম পুজো। এ বছর কাতারের মুন টাওয়ারের আদলে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ।

ইতিমধ্যেই বিভিন্ন পূজা মণ্ডপে আইফেল টাওয়ার বা ট্যুইন টাওয়ার নজর কেড়েছে। এবার দর্শনার্থীদের নজর করার প্রস্তুতি নিয়েছে জিরাট কলোনি আদি বারোয়াড়ি। কাতারের ‘মুন টাওয়ার’ (কাটারা টাওয়ারস্) আদলে তৈরি হচ্ছে তাদের পূজা মণ্ডপ। প্যান্ডেলটির উচ্চতা হতে চলেছে ৯০ ফুট এবং তা ১২০ ফুট চওড়া হতে চলেছে। তৈরি করতে খরচ হবে ১৯ লাখ। পুজোয় মোট বাজেট ধরা হয়েছে ৩২ লাখ। মণ্ডপের ভেতরে ক্রিস্টাল পাথর দিয়ে তৈরি করা হবে দর্শনার্থীদের যাওয়ার পথ।

প্রতিমার অঙ্গসজ্জাতেও ব্যবহার করা হচ্ছে ছোট ছোট পাথর। এই বিষয়ে কমিটির সম্পাদক অসিত সিংহ জানান, এই উৎসবকে কেন্দ্র করেই আমাদের আনন্দ।  খুঁটিপুজার পাশাপাশি আজ সারাদিন বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচি রয়েছে জিরাট আদি বারোয়ারীর।

থিমের নিরিখে কলকাতাকে টেক্কা দিতে প্রস্তুতি নিচ্ছে এই পুজো। এই পুজোর সম্পাদক আরও বলেন, ‘উৎসবের দিনগুলিতে বারোয়ারির মাঠ ভিড়ে ঠাসা থাকবে বলেই আমরা আশা করছি।’ তৃতীয়াতেই এই মণ্ডপের দরজা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। ভিড় সামাল দেওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন থাকবে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক।