জ্যোতিষকাহন Durga Puja 2024: অষ্টমীতে খুব ভোরে উঠেই তৈরি হন, জেনে নিন অঞ্জলির সঠিক সময়, রইল নির্ঘণ্ট Gallery October 9, 2024 Bangla Digital Desk দুর্গা পুজো নিয়ে ইতিমধ্যেই বাঙালির মধ্যে আবেগ ক্রমশ বেড়েই চলেছে। প্রতি বছর দুর্গা পুজোয় পুজো মণ্ডপে অষ্টমীর অঞ্জলি দিতে ভিড় পড়ে প্রচুর ভক্তদের। দুর্গাপুজো নিয়ে শুরু হয়েছে উন্মাদনা৷ প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় বাড়ছে৷ উদ্যোগতারাও পুরো পুরি তৈরি তাঁদের সম্ভার নিয়ে৷ বাঙালির পুজোর আলাদাই উত্তেজনা রয়েছে৷ সারা বছরই সবাই অপেক্ষা করেন এই ৫টি দিনের জন্য৷ যার মধ্যে অষ্টমীর গুরুত্ব সবথেকে বেশি৷ কারণ এই দিনটি সকাল থেকেই সবাই অঞ্জলী দেওয়া ও পুজোর রীতিনীতিতে ব্যস্ত থাকেন৷ তবে এবার অষ্টমীর অঞ্জলীর সময়সূচি নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে৷ কারণে এবছর অষ্টমীর পুজো এবং অঞ্জলির সময় অনেকটা ভোরে৷ কখন দিতে পারবেন অষ্টমীর অঞ্জলি জেনে নিন। এবার অষ্টমী-নবমীর সন্ধিক্ষণে সন্ধিপুজো সাতসকালে। অঞ্জলি দিতে হবে তার আগে। ১১ অক্টোবর সকালে নির্ধারিত অষ্টমীর সন্ধিপুজো। ওই দিন কয়েক ঘণ্টার মধ্যে সেই তিথি ফুরোবে। কোচবিহারের রাজ পুরোহিত দিনেন্দ্রনাথ ভট্টাচার্য জানান, পঞ্জিকা মতে এবার অষ্টমী ও নবমী একদিন পড়েছে। তাই দুটো পুজোর মাঝেই হবে অঞ্জলি। সন্ধিপুজো শেষ হলে শুরু হবে নবমী পুজো। গুপ্ত প্রেস পঞ্জিকা মতে সকাল ৯টা ২৭ মিনিটের মধ্যে অষ্টমীর পুজো শেষ হবে। তাই সন্ধি পুজোর আগেই এই অঞ্জলি হবে। তবে আবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অবশ্য সন্ধিপুজো পড়েছে বেলা ১১টা ৪৩ মিনিটে। এই পঞ্জিকা মতে পুজো এবারও চারদিন ধরেই চলবে।