Dooars Tourism: পর্যটকদের জন্য দারুণ খবর! নস্টালজিয়া ঠাসা ডুয়ার্স ভ্রমণ দোতলা বাসে! রুট, খরচ জেনে নিন

আলিপুরদুয়ার: কোচবিহারের পর আলিপুরদুয়ারে চলবে দোতলা বাস। জলদাপাড়ায় এসে এমনটা জানালেন এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। জলদাপাড়া ও বক্সা জঙ্গল রুটে চলবে এই বাস।

আলিপুরদুয়ার পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এনবিএসটিসি।প্রকৃতিকে আরও নিবিড়ভাবে চিনতে দোতলা বাসের ভূমিকা অসামান্য হবে বলে দাবি এনবিএসটিসি চেয়ারম্যানের। আগামী ডিসেম্বর মাস থেকে শুরু হবে এই বাস চলাচল। যার পোশাকি নাম জয় রাইড। এছাড়াও জঙ্গল এলাকায় দূষণ যাতে না ঘটে তার জন্য সিএনজি বাস চলবে।

আরও পড়ুনঃ পুজোর ছুটিতে দিঘা যাওয়ার প্ল্যান! হোটেলে হোটেলে বুকিং চলছে কত টাকায়? নচেৎ হুড়মুড়িয়ে আরও বাড়বে দাম

ট্যুর অপারেটরদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছেন সংস্থার চেয়ারম্যান।পুজোর মুখে ডুয়ার্স পর্যটনে ব্যাপক গুরুত্ব দিতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এর আগেই ঘোষণা হয়েছিল একদিনে বক্সার পর্যটনস্থলগুলি ঘুরে দেখতে পারবেন পর্যটকরা মাত্র ৭০০ টাকায়।

আরও পড়ুনঃ এই মুহূর্তে কোথায় নিম্নচাপের অবস্থান? ফের ঝেঁপে নামবে বৃষ্টি? আলিপুরের বিরাট আপডেট

এই প্যাকেজে থাকছে বক্সা, জয়ন্তী, রাজাভাতখাওয়া, ভুটানঘাটের মতো স্থানগুলি। এই বিষয়ে এনবিএসটিসি চেয়ারম্যান জানিয়েছেন, “সব ঠিক থাকলে ডিসেম্বর মাস থেকে জয় রাইড এর দোতলা বাস চলবে জলদাপাড়া ও বক্সা রুটে। আরও অনেক পরিকল্পনা রয়েছে প্রকৃতি নিয়ে।”

Annanya Dey