দুর্গাপুজো

South Dinajpur News: স্বল্প তিথির মধ্যে কী করে মহাপুজো হবে? চিন্তায় পুরোহিত সমাজ

দক্ষিণ দিনাজপুর: ২০২৪ সালে দুর্গাপুজোর সময়সূচি কিছুটা অদল বদল হয়েছে, যার জেরে চিন্তার মুখে পুরোহিত সমাজ। এর মধ্যে তিথি স্বল্পতায় পুরোহিতদের চিন্তা বেড়েছে। এত স্বল্প তিথির মধ্যে কী করে মহাপুজো হবে তা নিয়ে পুরোহিতদের মধ্যে শুরু হয়েছে চুল চেরা বিশ্লেষণ।

শহরের এক বিশিষ্ট পুরোহিতের বলেন, “এবার সত্যিই চিন্তিত রয়েছে পুরোহিত সমাজ। একদম সময় মতো করতে হবে এবারের দুর্গাপুজো। শুধু তাই নয় রয়েছে অঞ্জলি। সেই অঞ্জলিও সময় মতো সারতে হবে।”  কলকাতার শোভাবাজারে চলছে পুরোহিতদেরকে নিয়ে ট্রেনিং প্রক্রিয়া। ঠিক একই রকমের ট্রেনিং চাইলেন বালুরঘাটের পুরোহিত সমাজ।

ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুর্গাপুজোর প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। তবু অষ্টমী ও নবমী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই বছর মহাষ্টমীর অঞ্জলির সময় সকাল ৬.২৪ মিনিট থেকে সকাল ৬.৪৮ মিনিট পর্যন্ত। তাই সকালের দিকে যেটুকু তিথি তার মধ্যেই পুজো সারতে হবে।