Durga Puja 2024: বালিগঞ্জ ২১ পল্লির এবারের থিম কুলিদের জীবনদর্শন… শিয়ালদহ স্টেশনের আদলে গড়ে উঠেছে মণ্ডপ

কলকাতা: কলকাতাজুড়ে দুর্গাপুজার প্যান্ডেলের বিভিন্ন থিম ব্যাপকভাবে সাড়া ফেলেছে। বালিগঞ্জ ২১ পল্লী সর্বজনীন দুর্গোৎসব সমিতি স্বাধীনতার বছরে, অর্থাৎ ১৯৪৭ সালে, বিশিষ্ট নাগরিকদের একটি দল দ্বারা যাত্রা শুরু করেছিল যার অন্যতম ছিলেন কিংবদন্তি যামিনী রায় (ভারতীয় চিত্রশিল্পী – পদ্মভূষণ বিজয়ী ১৯৫৪), অতুল বসু (বিশিষ্ট তেল রঙচিত্রকর), আর.আহমেদ (ডেন্টাল সার্জন এবং ভারতের ১ম ডেন্টাল কলেজের প্রাণপুরুষ)। এই ঐতিহাসিক ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল মানুষের ক্ষমতায়নের মাধ্যমে সমাজের সেবা করার প্রতিশ্রুতি নিয়ে। এই বছর তাদের থিম, কুলি, অবন্দিত নায়ক।

সন্ধে থেকে ভোর পর্যন্ত কুলিরা অক্লান্ত পরিশ্রম করে, রোদ-জল-ঝড় সহ্য করে, শুধুমাত্র রেলওয়ে প্রাঙ্গনে আসা যাত্রীদের কথা ভেবে যান। প্রতিটা মুহূর্তে নিরলস পরিশ্রম করে চলেন। আমাদের রেলযাত্রার সময়ে তাঁদের ভূমিকা আমরা সর্বত্রই দেখতে পাই। এই মহৎ থিমকে মূর্ত করার জন্য বালিগঞ্জ ২১ পল্লী শিয়ালদহ এবং বালিগঞ্জ স্টেশন ও সংলগ্ন এলাকার কুলিদের জীবনধারা তুলে ধরেছেন।

অন্যদিকে, ষষ্ঠীর বিকেলে প্রকাশিত হল রাজ্য সরকারের দুর্গাপূজার সেরা সম্মান৷ সরকারের তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হল ‘বিশ্ববাংলা শারদ সম্মানে’র তালিকার। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ দক্ষিণ দমদম বরানগর বিধান নগর হাওড়া কর্পোরেশনের অধীনে একগুচ্ছ পুজো কমিটিকে দেওয়া হল বিশ্ব বাংলা শারদ সম্মান। এদিন তার আনুষ্ঠানিক ঘোষণা করা হয় রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে।