লক্ষীর ভান্ডারে দুর্গাপুজো

Durga Puja 2024: চাঁদা নয়, সরকারি প্রকল্পের টাকা জমিয়েই পুজো করলেন এলাকার মহিলারা!

সরকারি পুজোর অনুদান নয়, নিজেদের প্রাপ্য লক্ষীর ভান্ডারের টাকা দিয়েই এ বছর প্রথম দুর্গাপুজো করলেন প্রায় ২০০ জন মহিলা
সরকারি পুজোর অনুদান নয়, নিজেদের প্রাপ্য লক্ষীর ভান্ডারের টাকা দিয়েই এ বছর প্রথম দুর্গাপুজো করলেন প্রায় ২০০ জন মহিলা
দত্তপুকুর কালাচাঁদপাড়া এই পুজো এবছর প্রথম শুরু করেছেন পাড়ার মহিলারাই। জানা গিয়েছে, এলাকার প্রত্যেক মহিলায় প্রায় বছরভর পান লক্ষ্মীর ভান্ডারে টাকা। সেই মাসিক টাকা থেকেই কিছু কিছু করে টাকা জমিয়েই এবছর তারা শুরু করেছেন এই দুর্গাপুজো
দত্তপুকুর কালাচাঁদপাড়া এই পুজো এবছর প্রথম শুরু করেছেন পাড়ার মহিলারাই। জানা গিয়েছে, এলাকার প্রত্যেক মহিলায় প্রায় বছরভর পান লক্ষ্মীর ভান্ডারে টাকা। সেই মাসিক টাকা থেকেই কিছু কিছু করে টাকা জমিয়েই এবছর তারা শুরু করেছেন এই দুর্গাপুজো
পার্শ্ববর্তী এলাকায় দুর্গা পুজো হলেও, এলাকার মহিলারা মনে করেছেন তারাও করবেন মায়ের পুজো। যে ভাবনা সেই কাজ, মহিলা সদস্যরাই এরপর স্থির করেন দত্তপুকুর কালাচাঁদপাড়া মহিলা সমিতির উদ্যোগে হবে দুর্গাপুজো
পার্শ্ববর্তী এলাকায় দুর্গা পুজো হলেও, এলাকার মহিলারা মনে করেছেন তারাও করবেন মায়ের পুজো। যে ভাবনা সেই কাজ, মহিলা সদস্যরাই এরপর স্থির করেন দত্তপুকুর কালাচাঁদপাড়া মহিলা সমিতির উদ্যোগে হবে দুর্গাপুজো
তবে মহিলারা কিভাবে পাবেন এত টাকা! তখনই স্থির হয় লক্ষীর ভান্ডারের টাকা থেকেই অল্প অল্প করে টাকা জমিয়ে করা হবে পুজো। ফলে পাড়ায় আর চাঁদা কাটার কোন প্রয়োজন হয়নি তাদের। ঠাকুর আনা থেকে পুজোর যাবতীয় জোগাড় সবকিছুই সামলাচ্ছেন মহিলারা নিজেরাই
তবে মহিলারা কিভাবে পাবেন এত টাকা! তখনই স্থির হয় লক্ষীর ভান্ডারের টাকা থেকেই অল্প অল্প করে টাকা জমিয়ে করা হবে পুজো। ফলে পাড়ায় আর চাঁদা কাটার কোন প্রয়োজন হয়নি তাদের। ঠাকুর আনা থেকে পুজোর যাবতীয় জোগাড় সবকিছুই সামলাচ্ছেন মহিলারা নিজেরাই
প্রথমে ৫০ জন মহিলা মিলে, পুজোর সিদ্ধান্ত নিয়ে পথ চলা শুরু হলেও। ধীরে ধীরে পাড়ার সমস্ত মহিলারাই যোগ দেন এই পুজোয়। এখন প্রায় ২০০ জন মহিলা সদস্য নিয়ে হচ্ছে এই প্রথম বর্ষের পুজো
প্রথমে ৫০ জন মহিলা মিলে, পুজোর সিদ্ধান্ত নিয়ে পথ চলা শুরু হলেও। ধীরে ধীরে পাড়ার সমস্ত মহিলারাই যোগ দেন এই পুজোয়। এখন প্রায় ২০০ জন মহিলা সদস্য নিয়ে হচ্ছে এই প্রথম বর্ষের পুজো
নবমীতে হয়েছে পাড়ায় প্রসাদ বিতরণ। এছাড়াও বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানেরও পরিকল্পনা রয়েছে এই মহিলা পরিচালিত লক্ষীর ভান্ডারের দূর্গা পুজোয়। আগামী দিনে এই পুজোকে আরও বড় করে তোলার ইচ্ছে রয়েছে ক্লাবের সদস্যদের। এবার এই পুজো রীতিমতো সাড়া ফেলে দিয়েছে দত্তপুকুর এলাকায়
নবমীতে হয়েছে পাড়ায় প্রসাদ বিতরণ। এছাড়াও বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানেরও পরিকল্পনা রয়েছে এই মহিলা পরিচালিত লক্ষীর ভান্ডারের দূর্গা পুজোয়। আগামী দিনে এই পুজোকে আরও বড় করে তোলার ইচ্ছে রয়েছে ক্লাবের সদস্যদের। এবার এই পুজো রীতিমতো সাড়া ফেলে দিয়েছে দত্তপুকুর এলাকায়