রকমারি হার

Bankura News: পুজোয় দারুণ সব গয়না চাই? কোথায় গেলে পাবেন মনের মতো কালেকশন, জেনে নিন

বাঁকুড়ার তিন ঐতিহাসিক জায়গার তিন ধরনের গলার হার নজর কেড়েছে পুজোর আগে। মহিলাদের চোখ এখন বাঁকুড়ার এই জায়গাগুলিতে।
বাঁকুড়ার তিন ঐতিহাসিক জায়গার তিন ধরনের গলার হার নজর কেড়েছে পুজোর আগে। মহিলাদের চোখ এখন বাঁকুড়ার এই জায়গাগুলিতে।
প্রথমেই আসা যাক বাঁকুড়ার তালডাংরার পাঁচমুড়া গ্রামের বিখ্যাত টেরাকোটার গলার হার। এই গলার হার সম্পূর্ণ তৈরি মাটি দিয়ে। মাটিতে পুড়িয়ে তৈরি করা হয়েছে এই হার।
প্রথমেই আসা যাক বাঁকুড়ার তালডাংরার পাঁচমুড়া গ্রামের বিখ্যাত টেরাকোটার গলার হার। এই গলার হার সম্পূর্ণ তৈরি মাটি দিয়ে। মাটিতে পুড়িয়ে তৈরি করা হয়েছে এই হার।
এবার দেখুন আরও একটি গলার হার যেটি তৈরি হয়েছে বিষ্ণুপুরে। এই গলার হারটি তৈরি হয়েছে কাপড় এবং আঠা দিয়ে। বেশ সময় সাপেক্ষ পদ্ধতি। ফুটে উঠেছে মা দুর্গার ছবি। বিক্রি হচ্ছে পোড়ামাটির হাটে।
এবার দেখুন আরও একটি গলার হার যেটি তৈরি হয়েছে বিষ্ণুপুরে। এই গলার হারটি তৈরি হয়েছে কাপড় এবং আঠা দিয়ে। বেশ সময় সাপেক্ষ পদ্ধতি। ফুটে উঠেছে মা দুর্গার ছবি। বিক্রি হচ্ছে পোড়ামাটির হাটে।
হারের সঙ্গে সেট করে রাখা থাকছে কানের দুল। পুরো সেটের দাম পড়ছে ১২০০ থেকে ১৩০০ টাকা। বিষ্ণুপুরের ঐতিহ্যের সঙ্গে ইতিহাস মিশে রয়েছে এই সেটে, যা বেশ ভাল বাজার তৈরি করেছে।
হারের সঙ্গে সেট করে রাখা থাকছে কানের দুল। পুরো সেটের দাম পড়ছে ১২০০ থেকে ১৩০০ টাকা। বিষ্ণুপুরের ঐতিহ্যের সঙ্গে ইতিহাস মিশে রয়েছে এই সেটে, যা বেশ ভাল বাজার তৈরি করেছে।
বাঁকুড়ার বিখ্যাত ডোকরার গয়না। যা পুরোটাই তৈরি মোমের ছাচে পিতল দিয়ে। ওজনে বেশ ভাল। শক্তপোক্ত মেটালের এই গয়নার চাহিদা কলকাতার বাজারে বিপুল।
বাঁকুড়ার বিখ্যাত ডোকরার গয়না। যা পুরোটাই তৈরি মোমের ছাচে পিতল দিয়ে। ওজনে বেশ ভাল। শক্তপোক্ত মেটালের এই গয়নার চাহিদা কলকাতার বাজারে বিপুল।
এই গয়না পৌঁছে গিয়েছে বিশ্ববাংলা থেকে শুরু করে দুর্গাপুর এবং আসানসোলে। সারা বছর চাহিদা থাকলেও পুজোর আগে বিশেষ চাহিদা পায় গয়নাগুলি।
এই গয়না পৌঁছে গিয়েছে বিশ্ববাংলা থেকে শুরু করে দুর্গাপুর এবং আসানসোলে। সারা বছর চাহিদা থাকলেও পুজোর আগে বিশেষ চাহিদা পায় গয়নাগুলি।