বিতর্ক এড়াতে ‘শিরদাঁড়া বদল’! থিম পাল্টে ফেলল কলকাতার এই ক্লাব

Durga Puja 2024: বাবারা এমনই, নিঃশব্দ! পুজোর থিমে চমকে দিচ্ছে কলকাতার ক্লাব, ‘প্রতিবাদ’ও প্রতি পদে

আসলে বাবারা সত্যিই নিঃশব্দে, সকলের আড়ালে সংসারের ভীত প্রস্তুত করেন। একটা সংসারে বাবার অবদান ছাতার মতো। স্ত্রী,সন্তানদের মুখের হাসির মূল্য একজন বাবার থেকে বেশি কেউ বোঝেন না। হয়তো সন্তানদের বড় করার দায়িত্বে থাকেন মা সামনে থেকে, কিন্তু বাবারা থাকেন পিছন থেকে অনেকটা মেরুদন্ডের মতো।

আসলে বাবারা সত্যিই নিঃশব্দে, সকলের আড়ালে সংসারের ভীত প্রস্তুত করেন। একটা সংসারে বাবার অবদান ছাতার মতো। স্ত্রী,সন্তানদের মুখের হাসির মূল্য একজন বাবার থেকে বেশি কেউ বোঝেন না। হয়তো সন্তানদের বড় করার দায়িত্বে থাকেন মা সামনে থেকে, কিন্তু বাবারা থাকেন পিছন থেকে অনেকটা মেরুদন্ডের মতো।
বাবারা সন্তানদের জন্য ভয় পান, আনন্দ পান, গর্ববোধ করেন, কিন্তু সবকিছুর মধ্যে আছে নিঃশব্দ প্রতিক্রিয়া। এই ভাবের প্রেক্ষাপটকে মণ্ডপে ভিন্ন ভিন্ন আঙিনায় উপস্থাপিত করাই এই বছরের দুর্গাপুজোয় গান্ধীমাঠ ফ্রেন্ডস সার্কেলের ক্ষুদ্র প্রয়াস।
বাবারা সন্তানদের জন্য ভয় পান, আনন্দ পান, গর্ববোধ করেন, কিন্তু সবকিছুর মধ্যে আছে নিঃশব্দ প্রতিক্রিয়া।এই ভাবের প্রেক্ষাপটকে মণ্ডপে ভিন্ন ভিন্ন আঙিনায় উপস্থাপিত করাই এই বছরের দুর্গাপুজোয় গান্ধিমাঠ ফ্রেন্ডস সার্কেলের ক্ষুদ্র প্রয়াস।
ক্লাবের থিম ভাবনার বাস্তবায়ন শুরু ফেব্রুয়ারি মাস থেকে। একটু একটু করে এগিয়েছে মন্ডপশয্যার কাজ। অগাস্ট মাসে আরজি কর ঘটনার সময়তেও এই শিরদাঁড়া বিতর্ক সেভাবে দানা বাঁধেনি।
ক্লাবের থিম ভাবনার বাস্তবায়ন শুরু ফেব্রুয়ারি মাস থেকে। একটু একটু করে এগিয়েছে মন্ডপশয্যার কাজ। অগাস্ট মাসে আরজি কর ঘটনার সময়তেও এই শিরদাঁড়া বিতর্ক সেভাবে দানা বাঁধেনি।
জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানে সিপি-কে প্রতীকী শিরদাঁড়া উপহার দেওয়ার পরই মানুষের মনে তা একটি বিশেষ বার্তা বহন করা শুরু করেছে। কিন্তু ততদিনে থিম ভাবনার প্রায় ৭০ শতাংশ সম্পূর্ণ হয়ে যায়৷ বাবারা আসলে পরিবারের মেরুদণ্ড এটা বোঝাতেই প্রতীকী স্পাইনাল কর্ডের ভাবনা।
জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানে সিপি-কে প্রতীকী শিরদাঁড়া উপহার দেওয়ার পরই মানুষের মনে তা একটি বিশেষ বার্তা বহন করা শুরু করেছে। কিন্তু ততদিনে থিম ভাবনার প্রায় ৭০ শতাংশ সম্পূর্ণ হয়ে যায়৷ বাবারা আসলে পরিবারের মেরুদণ্ড এটা বোঝাতেই প্রতীকী স্পাইনাল কর্ডের ভাবনা।
বাঙালির শ্রেষ্ঠ উৎসবে শামিল হয়ে মন্ডপে এসে কেউ আবেগআহত হোক তা চায়না ক্লাব। তাই শিরদাঁড়ার বিকল্প হিসেবে পুরোনো বাইক কে টেনে তোলা দেখানো হচ্ছে, দাবি প্রবীর সাহা, শিল্পী।
বাঙালির শ্রেষ্ঠ উৎসবে শামিল হয়ে মন্ডপে এসে কেউ আবেগআহত হোক তা চায়না ক্লাব। তাই শিরদাঁড়ার বিকল্প হিসেবে পুরোনো বাইক কে টেনে তোলা দেখানো হচ্ছে, দাবি প্রবীর সাহা, শিল্পী।
মণ্ডপে ঢোকার মুখে পেল্লাই সাইজের কাট আউটে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কুনাল ঘোষের ছবি। অযথা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে যুক্তি ক্লাব পুজোর সহ-সম্পাদকের। বেলেঘাটা গান্ধি মাঠ ফ্রেন্ডস সার্কেল, পুজো কমিটির সহ-সম্পাদক,  

বিক্রম রায় বলেন, 

আরজি কর আবহে প্রতীকী শিরদাঁড়া সরিয়ে দেওয়া হয়েছে মণ্ডপ থেকে।

মণ্ডপে ঢোকার মুখে পেল্লাই সাইজের কাট আউটে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কুনাল ঘোষের ছবি। অযথা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে যুক্তি ক্লাব পুজোর সহ-সম্পাদকের। বেলেঘাটা গান্ধি মাঠ ফ্রেন্ডস সার্কেল, পুজো কমিটির সহ-সম্পাদক, বিক্রম রায় বলেন, আরজি কর আবহে প্রতীকী শিরদাঁড়া সরিয়ে দেওয়া হয়েছে মণ্ডপ থেকে।
সেই শিরদাঁড়ার জায়গা হয়েছে তার মণ্ডপের পিছনে একপাশে। পড়ে থাকা শিরদাঁড়া নিয়ে রাজনীতি চাইছে না স্থানীয় ক্লাব। রাজনীতি মুক্ত আদৌ হবে কী?  উত্তর দেবে সময়।
সেই শিরদাঁড়ার জায়গা হয়েছে তার মণ্ডপের পিছনে একপাশে। পড়ে থাকা শিরদাঁড়া নিয়ে রাজনীতি চাইছে না স্থানীয় ক্লাব। রাজনীতি মুক্ত আদৌ হবে কী? উত্তর দেবে সময়।