ছবি প্রতীকী 

Durga Puja New Shoe Blisters Problem: পুজোতে নতুন জুতো পরে বড় ফোস্কা! ৫ মিনিটে সমাধান, পাবেন চটজলদি আরাম, হাঁটতে পারবেন মাইলের পর মাইল

মহাপুজোর সময় এক মণ্ডপ থেকে অপর ঘোরাঘুরি তো হয়ই। আর নতুন জুতা পরে ঘুরে বেড়ালে অধিকাংশ মানুষের পায়ে ফোস্কা পড়ে। এর ফলে পুজোর ঘোরার আনন্দের বাদলে অস্বস্তিতে পড়তে হয়।
মহাপুজোর সময় এক মণ্ডপ থেকে অপর ঘোরাঘুরি তো হয়ই। আর নতুন জুতা পরে ঘুরে বেড়ালে অধিকাংশ মানুষের পায়ে ফোস্কা পড়ে। এর ফলে পুজোর ঘোরার আনন্দের বাদলে অস্বস্তিতে পড়তে হয়।
ঠিকঠাক জুতো না হলে পায়ে ফোস্কা পড়লে যা তীব্র ব্যাথার সৃষ্টি হয় ও পরবর্তী কয়েকদিন হাঁটাচলা করাও কঠিন হয়ে পড়ে। এজন্য এবারের পূজার দিনগুলোতে নতুন জুতো পরার আগে কিছু টিপস মেনে চলুন।
ঠিকঠাক জুতো না হলে পায়ে ফোস্কা পড়লে যা তীব্র ব্যাথার সৃষ্টি হয় ও পরবর্তী কয়েকদিন হাঁটাচলা করাও কঠিন হয়ে পড়ে। এজন্য এবারের পূজার দিনগুলোতে নতুন জুতো পরার আগে কিছু টিপস মেনে চলুন।
পায়ে ফোস্কা এড়াতে জুতো পরার আগে কোনও ময়শ্চারাইজার, জেলি বা নারকেল তেল পুরো জুতোয় ভালো করে মাখিয়ে রাখুন। এতে ফোস্কার ঝুঁকি কমে।
পায়ে ফোস্কা এড়াতে জুতো পরার আগে কোনও ময়শ্চারাইজার, জেলি বা নারকেল তেল পুরো জুতোয় ভালো করে মাখিয়ে রাখুন। এতে ফোস্কার ঝুঁকি কমে।
ফোস্কা নিয়ে কষ্ট করে হাঁটাচলা করবেন না। ফোস্কার জায়গায় অ্যান্টিসেপটিক ক্রিম ও ব্যান্ড এড লাগান।
ফোস্কা নিয়ে কষ্ট করে হাঁটাচলা করবেন না। ফোস্কার জায়গায় অ্যান্টিসেপটিক ক্রিম ও ব্যান্ড এড লাগান।
ফোস্কা থেকে তৈরি হওয়া ক্ষতে দিনে দুই থেকে তিনবার মধু ও অ্যালোভেরা জেল লাগান। এই দুই উপাদান ফোস্কার ক্ষত শুকোতে সাহায্য করে।
ফোস্কা থেকে তৈরি হওয়া ক্ষতে দিনে দুই থেকে তিনবার মধু ও অ্যালোভেরা জেল লাগান। এই দুই উপাদান ফোস্কার ক্ষত শুকোতে সাহায্য করে।
ফোস্কার জায়গায় টুথপেস্ট ব্যবহার করলেও আরাম পাওয়া যায়। এছাড়া ফোস্কা থেকে রেহাই পেতে বরফ ব্যবহার করতে পারেন।
ফোস্কার জায়গায় টুথপেস্ট ব্যবহার করলেও আরাম পাওয়া যায়। এছাড়া ফোস্কা থেকে রেহাই পেতে বরফ ব্যবহার করতে পারেন।