RG Kar Protest: পুলিশি বাধা বাড়লে আন্দোলন আরও তীব্র হবে, স্পষ্ট বার্তা জুনিয়র ডাক্তারদের

কলকাতা: বুধবার ত্রিধারার পুজো মণ্ডপের সামনে We want justice এই স্লোগানের সঙ্গে পুলিশকে উদ্দেশ্য করেও বিদ্রুপ করার অভিযোগে ৯ জনকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের আজ আদালতে পেশ করা হলে ১৭ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা৷ তাঁরা মনে করছেন যে পুলিশের তরফে বাধা দিনদিন বেড়ে যাচ্ছে।

জুনিয়র চিকিৎসকদের অনশন ১২২ ঘণ্টা অতিক্রন্ত। অনশন কারীদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন সকলে। জুনিয়র ডাক্তারদের অভিযোগে যে সরকারের তরফ থেকে কোনও সদিচ্ছা তাঁরা দেখতে পাচ্ছেন না। এমত বস্থায় সরকার যে অনশন কারীদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত সেটা তাঁরা মনে করেন না। ইতিমধ্যেই তাঁদের আন্দোলন ৬১ দিন পেরিয়ে গিয়েছে। প্রতিদিন পুলিশের তরফে বাধার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ।

আরও পড়ুনRG Kar Protest: পুজো মণ্ডপে স্লোগান দিয়ে ধৃত ৯ জনের পুলিশ হেফাজত, কোর্ট চত্বরেও বিক্ষোভ আন্দোলনকারীদের

মুখ্যসচিবের সঙ্গে বৈঠকেও কাটেনি জট, আমরণ অনশনে অনড় ‘ক্ষুব্ধ’ জুনিয়র ডাক্তাররা৷ বুধবার রাতের বৈঠকের পর কার্যত হতাশ।

আন্দোলনরত ডাক্তাররা জানান যে এই ধরণের ব্যবহার পেলে তাঁদের আন্দোলন আরও তীব্রতর হবে। বৃহস্পতিবার হেয়ার স্ট্রিট থানায় তাঁদের গাড়ি আটকে রাখা হয়েছে। এইভাবে ধমকানি, চমকানি দিয়ে আন্দোলনকে থামানো যাবে না, আরও একবার জানান আন্দলোনকারীরা।