Special Cocktail: সাদামাটা ড্রিঙ্কসকে বলুন বাই বাই, চমকদার ককটেলে এবার জমুক পুজো!

পুজো মানেই প্রাণ ভরা আনন্দ৷ গোটা এক বছরের অপেক্ষার পর ৫ দিনের চুটিয়ে মজা৷ পুজো মানে যেমন নতুন জামা তেমনই পুজোর ক’টা দিন ডায়েট ভুলে মন ভরে খাওয়াও রয়েছে৷
পুজো মানেই প্রাণ ভরা আনন্দ৷ গোটা এক বছরের অপেক্ষার পর ৫ দিনের চুটিয়ে মজা৷ পুজো মানে যেমন নতুন জামা তেমনই পুজোর ক’টা দিন ডায়েট ভুলে মন ভরে খাওয়াও রয়েছে৷
বাঙালির পেট পুজোর কথা সকলেই জানানে৷৷ সর্বভুক বাঙালিদের জন্য আমিষ-নিরামিষ সবই প্রিয়৷ আর পুজোর সময় স্টার্টার্স বা মুখরোচক খাবারই বেশি পছন্দের৷
বাঙালির পেট পুজোর কথা সকলেই জানানে৷৷ সর্বভুক বাঙালিদের জন্য আমিষ-নিরামিষ সবই প্রিয়৷ আর পুজোর সময় স্টার্টার্স বা মুখরোচক খাবারই বেশি পছন্দের৷
এবার পুজোয়ে টেস্টি স্ন্যাক্সের সঙ্গে ট্রাই করুন নতুন ধরনের ককটেল৷ হুইস্কি, ভদকা, জিন, রাম তো পান করেছেন৷ পুজোতে নতুন কিছু ট্রাই করুন, অবশ্যই স্পেশ্যাল৷
এবার পুজোয়ে টেস্টি স্ন্যাক্সের সঙ্গে ট্রাই করুন নতুন ধরনের ককটেল৷ হুইস্কি, ভদকা, জিন, রাম তো পান করেছেন৷ পুজোতে নতুন কিছু ট্রাই করুন, অবশ্যই স্পেশ্যাল৷
কেমন এই ককটেল? নাম শুনলে কিছুটা বুঝবেন৷
কেমন এই ককটেল? নাম শুনলে কিছুটা বুঝবেন৷
রাবড়ি গ্রাম, ব্লাড লেস মেরি, হিমালয়ান স্পাইস জার্নি, সানি সাউথ সিপ, বেঙ্গল জিটি, কাঁচারি বাজার, কুর ব্রিজ, মায়া ভেদা, ফিউশন ফেটা ফিজ, বেঙ্গালুরু ব্লু এলিক্সির, খারি বাউলি৷ নামের মধ্যেই রয়েছে চমক৷
রাবড়ি গ্রাম, ব্লাড লেস মেরি, হিমালয়ান স্পাইস জার্নি, সানি সাউথ সিপ, বেঙ্গল জিটি, কাঁচারি বাজার, কুর ব্রিজ, মায়া ভেদা, ফিউশন ফেটা ফিজ, বেঙ্গালুরু ব্লু এলিক্সির, খারি বাউলি৷ নামের মধ্যেই রয়েছে চমক৷
কাসুন্দির সঙ্গে পেয়ারর টেস্ট এবার ড্রিঙ্কে৷ টাকিলা দিয়ে তৈরি হবে এই ককটেল৷ টম্যাটো জুসের সঙ্গে ভদকা দিয়ে বিশেষ এই ককটেল খুবই জনপ্রিয়৷ তার সঙ্গে জুড়েছে নতুন কিছু উপাদান যা অন্ধ্র প্রদেশের কিছু কিছু খাবার এবং পানীয় থেকে অনুপ্রাণিত৷
কাসুন্দির সঙ্গে পেয়ারর টেস্ট এবার ড্রিঙ্কে৷ টাকিলা দিয়ে তৈরি হবে এই ককটেল৷ টম্যাটো জুসের সঙ্গে ভদকা দিয়ে বিশেষ এই ককটেল খুবই জনপ্রিয়৷ তার সঙ্গে জুড়েছে নতুন কিছু উপাদান যা অন্ধ্র প্রদেশের কিছু কিছু খাবার এবং পানীয় থেকে অনুপ্রাণিত৷
বাঙালির শুক্তর স্বাদও থাকবে ককটেলে৷ ফলে বুঝতেই পারছেন একেবারে ভিন্ন রকমের এই ককটেলের স্বাদ৷ কোথায় পাবেন এই অত্যাধুনিক ককটেল?সিটি সেন্টার ২, নিউটাউনে রয়েছে ট্র্যাফিক গ্যাস্ট্রোপাব৷ পুজোর সন্ধেবেলা বা রাতের দিকে বন্ধুদের সঙ্গে পার্টি করতে গেলে পাবেন অসাধারণ এই সব ড্রিঙ্কস, সঙ্গে দুর্দান্ত সব সার্টার্স৷
বাঙালির শুক্তর স্বাদও থাকবে ককটেলে৷ ফলে বুঝতেই পারছেন একেবারে ভিন্ন রকমের এই ককটেলের স্বাদ৷কোথায় পাবেন এই অত্যাধুনিক ককটেল?সিটি সেন্টার ২, নিউটাউনে রয়েছে ট্র্যাফিক গ্যাস্ট্রোপাব৷ পুজোর সন্ধেবেলা বা রাতের দিকে বন্ধুদের সঙ্গে পার্টি করতে গেলে পাবেন অসাধারণ এই সব ড্রিঙ্কস, সঙ্গে দুর্দান্ত সব সার্টার্স৷
মাত্র ৭০০ টাকা থেকে শুরু দাম৷ অতএব সাধের মধ্যেই বিভিন্ন স্বাদ পেতে চলে আসুন ট্র্যাফিক গ্যাস্ট্রোপাবে৷
মাত্র ৭০০ টাকা থেকে শুরু দাম৷ অতএব সাধের মধ্যেই বিভিন্ন স্বাদ পেতে চলে আসুন ট্র্যাফিক গ্যাস্ট্রোপাবে৷