প্রতীকী ছবি

Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান, নাগাল্যান্ডেও প্রবল আতঙ্ক

নয়াদিল্লি: ফের ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। রবিবার সকালে মাঝারি ভূমিকম্পে কেঁপে ওঠে এই অঞ্চল। জাতীয় ভূমিকম্প দফতর বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএসের) তরফ থেকে জানানো হয়েছে এই অঞ্চলে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে প্রায় ৫.১।
এনসিএস-এর তরফ থেকে জানানো হয়, এই ভূমিকম্পের মূলকেন্দ্র ছিল বঙ্গোপসাগরের ১০ কিলোমিটারের গভীরে। সকাল ৯টা বেজে ১২ মিনিটে এই কম্পন প্রথম অনুভূত হয়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পেরকা থেকে ১৬৫ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎসস্থল।

আরও পড়ুন: অপহরণকারীর থেকে সরাতেই হাপুস কান্না এক রত্তির, বিরল ঘটনার সাক্ষী রইল সবাই!
এছাড়াও মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে নাগাল্যান্ডের নোকলাক শহরও। রিখটার স্কেলে প্রায় ৩ মাত্রায় কম্পন অনুভূত হয় এই অঞ্চলে। ভোর ৩টে বেজে ৩৬ মিনিটে। নোকলাক অঞ্চলের ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল ছিল।