কেঁপে উঠল ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকা। প্রতীকী ছবি।

Earthquake: দীপাবলির রেশ মিটতে না মিটতেই সাতসকালেই মাটি কাঁপল ভূমিকম্পে

রাঁচি: শনিবার সকালে কেঁপে উঠল বিস্তীর্ণ অঞ্চল। ভুকম্পে কেঁপে উঠল ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গা। সকাল ৯টা বেজে ২৩ মিনিটে কেঁপে ওঠে ঝাড়খণ্ডের বেশ কিছু এলাকা। এই ভুকম্পের ফলে আতঙ্কে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসেন।

আরও পড়ুন: দীপাবলি, ভাইফোঁটার লম্বা ছুটি! ভীড় সামলাতে আরও স্পেশাল ট্রেন রেলের

ভূমিকম্পের পর আফটার শকের এখনও আশঙ্কায় রয়েছেন এলাকার বাসিন্দারা। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের খারসাওয়ান হল ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পের তীব্রতা প্রায় ৪.৩। জামসেদপুর, রাঁচি, চক্রধরপুর -সহ বিভিন্ন এলাকায় কম্পন বেশি অনুভূত হয়।

আরও পড়ুন: ভারতীয় রেলে ট্রেনের টিকিটে ‘এই’ কোড থাকলেই বুঝবেন তা নিশ্চিত হওয়ার সম্ভাবনা কম!


গত বছরেও ২৩ শে অক্টোবর এবং ডিসেম্বর মাসে ঝাড়খণ্ডে ভূমিকম্পে হয়েছিল। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৭। ভুকম্পনের উৎসস্থল ছিল ঝাড়খণ্ডের দুমকা জেলার উত্তর এবং উত্তর-পূর্ব থেকে আরও ২৪ কিলোমিটার দূরে। সেবার এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।