বেঙ্গালুরু ম্যাচ এখন অতীত, ওড়িশাকে হারানোর প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল

কলকাতা: বেশি উচ্ছ্বাস দেখাতে রাজি নন। মাটিতেই পা রাখতে চান ইস্টবেঙ্গল কোচ স্টিফেনকনস্ট্যানটাইন। বেঙ্গালুরু পর্ব অতীত। আরও কঠিন লড়াই সামনে। সেগুলোর জন্য তৈরি হতে চান ব্রিটিশ কোচ। ফোকাস ধরে রাখতে মরিয়া। সেই অ্যাওয়ে ম্যাচই গড়েছে ইস্টবেঙ্গলের জয়ের ভাগ্য। ২০ অক্টোবর গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে এবার আইএসএলে প্রথম জয়ের স্বাদ পায় লাল-হলুদ ব্রিগেড।

তারপর শুক্রবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি’কে হারিয়ে উজ্জীবিত ইস্টবেঙ্গল। সমর্থকদের প্রশ্ন, ঘরের মাঠে কাঙ্ক্ষিত জয় আসবে কবে? সেদিক থেকে দেখতে গেলে শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসি’র বিরুদ্ধে সম্মান রক্ষার লড়াই লাল-হলুদের। শনিবার বেঙ্গালুরু থেকে শহরে ফিরেছেন ক্লেটন-কমলজিৎরা।

কোচ স্টিফেন কনস্টানটাইন বলছেন, বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। গত পাঁচ সপ্তাহ ইস্ট বেঙ্গলকে নিয়ে অনেক নেতিবাচক আলোচনা হয়েছে। তবে দলের উপর তার প্রভাব পড়তে দিইনি। ভরসা রাখুন, ভবিষ্যতে আরও ভালে খেলবে দল। লিগে সম্মানজনক ফল করাই লক্ষ্য। ছেলেরা বিএফসি’র বিরুদ্ধে পরিকল্পনামাফিক খেলেছে। সুনীল ও রয় কৃষ্ণা সেইভাবে বলের নাগালই পায়নি।

দলের তরুণ স্টপার লালচুননুঙ্গার প্রশংসা স্টিফেনের মুখে। ইভান গঞ্জালেস, অঙ্কিত, মহেশের মত ভারতীয় ফুটবলাররা নিজেদের মেলে ধরছেন। তবে স্টিফেন মনে করেন ওড়িশাকে হালকা করে দেখার জায়গা নেই। স্বদেশী এবং বিদেশি মিলিয়ে দলটার কম্বিনেশন বেশ ভাল। শেষ কয়েকবার এই ম্যাচটা বড় স্কোর লাইনে শেষ হয়েছে। শুক্রবার যুবভারতীতে তিন নম্বর জয়ের লক্ষ্যে নামবে লাল হলুদ
ব্রিগেড।