ফুটবল বিশ্বকাপে পাগল করা প্রাইজমানি! ক্রিকেট, অলিম্পিক সব কিন্তু শিশু

#দোহা: দুয়ারে বিশ্বকাপ। চার বছরের অপেক্ষার অবসান। কাতারের ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি মাত্র ৩ দিন। বিশ্ব আসরকে সামনে রেখে ব্রাজিল ও আর্জেন্টিনা সহ একে একে দল ঘোষণা করছে অংশগ্রহণকারী দলগুলো। অনেক দল ইতিমধ্যে পৌঁছে গেছে। একটু একটু করে পারদ চড়ছে বিশ্বকাপের। ফিফা জানিয়েছে, এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের জন্য প্রাইজমানি নেই।

তবে প্রাইজমানি থাকছে শেষ ১৬ নিশ্চিত করা প্রত্যেক দলের জন্য। আর প্রাইজমানি শুনলে যে কারও চোখ কপালে উঠবে। ফিফা জানিয়েছে, চ্যাম্পিয়ন দল পাবে ৩২০ কোটিরও বেশি টাকা। রানার্সআপ প্রায় ২২৮ কোটি টাকা। শেষ ১৬ নিশ্চিত করা দলগুলো পাবে বিপুল অঙ্কের প্রাইজমানি। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২.৬ হাজার কোটি টাকার সমান।

আরও পড়ুন – ফেভারিট তকমার কোনও প্রয়োজন নেই, বিশ্বকাপে নামটাই যথেষ্ট জার্মানির!

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চার দল পাবে প্রায় ১২০ কোটি টাকা করে। তৃতীয় ও চতুর্থ স্থান পাওয়া দল পাবে ১৯০ ও ১৬০ কোটি টাকা। বিশ্বকাপের মূল আকর্ষণ ফাইনাল। শিরোপাজয়ী দল বিশ্বকাপ ট্রফির পাশাপাশি পাবে ৩৮ মিলিয়ন ইউরো; যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩২০ কোটি টাকার বেশি।

এছাড়া টুর্নামেন্টের সেরা ফুটবলার, গোলরক্ষক এবং সর্বোচ্চ স্কোরার আলাদা পুরস্কার পাবেন প্রতিবারের মতো। তাই বোঝাই যাচ্ছে শেষ ১৬ ওঠার জন্য প্রত্যেক দল নিজেদের উজাড় করে দেবে। কালো ঘোড়া হতে পারে সুইজারল্যান্ড এবং সেনেগাল।

ক্রিকেটে যত প্রাইজমানি থাকে, ফুটবল বিশ্বকাপে তার পাঁচগুণ। আসলে ফুটবল বিশ্বকাপের কারিশমার কাছে ক্রিকেট নিতান্তই শিশু। রাশিয়া বিশ্বকাপের তুলনায় এবার পুরস্কার মূল্য বেড়েছে প্রায় ৪০ শতাংশ। পাশাপাশি ফিফার ভান্ডারে জুটেছে আরও বেশি স্পন্সর।