দাম পেল না দুর্দান্ত কামব্যাক, গোয়ার কাছে শেষ কয়েক সেকেন্ডে হারল ইস্টবেঙ্গল

#কলকাতা: আইএসএল এর উদ্বোধনী ম্যাচে কোচিতে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ১-৩ ব্যবধানে হেরেছিল ইস্টবেঙ্গল। বুধবার নিজেদের ঘরের মাঠ অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনে লাল হলুদ ব্রিগেড জয়ের রাস্তায় ফিরতে পারে কিনা সেটাই ছিল দেখার। কিন্তু ইস্টবেঙ্গল গুছিয়ে ওঠার আগেই আবার গোল হজম করে ফেলল।

ম্যাচের বয়স তখন সবে মাত্র আট মিনিট। গোয়ার ভাসকুইজ বাঁদিক থেকে একটি বল বাড়ালেন ব্রেনডনকে। ভারতের জাতীয় দলের ফুটবলারটি অসাধারণ বল কন্ট্রোল করে ইভান গঞ্জালেসকে পরাস্ত করে বল ঠেলে দিলেন জালে। গোলরক্ষক কমলজিতের কিছু করার ছিল না।

এরপর গোয়ার রিদিম এবং ডিফেন্ডার আনোয়ার আলি সহজ সুযোগ না হারালে প্রথমার্ধেই ব্যবধান বাড়িয়ে নিতে পারত গোয়া। দাপট ছিল তাদের। ইস্টবেঙ্গল সুযোগ পেলে কাউন্টার অ্যাটাক তৈরি করছিল। একমাত্র ব্রাজিলিয়ান ক্লেটন সিলভাকে ছাড়া বাকিদের কথা সেরকম বলার প্রয়োজন নেই।

কিছুটা চেষ্টা করছিলেন বাঙালি ফুটবলার তুহিন দাস। আর কিছুটা চেষ্টা করছিলেন সুহের। ক্লেটন দুবার পেনাল্টি আদায়ের মত পরিস্থিতি তৈরি করেছিলেন। দ্বিতীয়ার্ধের দুটি পরিবর্তন করে লাল হলুদ। সুমিতের জায়গায় সার্থক এবং তুহিনের জায়গায় মহেশ সিং আসেন। কিছুটা চাপ সৃষ্টির তৈরি করে স্তিফেনের ছেলেরা।

৬০ মিনিটের মাথায় সৌভিক চক্রবর্তীকে তুলে নিয়ে মুবাশ্বির রহমানকে নিয়ে আসে ইস্টবেঙ্গল। দু মিনিটের মধ্যে গোল শোধ লাল হলুদের। বাঁদিক থেকে দুর্দান্ত একটা দৌড়ে জেরি ডায়াগনাল বল বাড়ালেন গোয়ার বক্সে। সুহেরকে ফাউল করে বসলেন গোলরক্ষক ধীরজ। পেনাল্টি থেকে গোল করছে ভুল করেননি ক্লেটন। গোলরক্ষকের বাঁদিক দিয়ে বল জালে জড়িয়ে দিলেন ব্রাজিলিয়ান।

সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে দর্শকদের বিস্ফোরণ ঘটল। ৭৪ মিনিটে লিমাকে তুলে নিয়ে কিরিয়াকু নামলেন ইস্টবেঙ্গলের হয়ে। যখন মনে হচ্ছিল খেলাটা ড্র করে শেষ হবে, চার মিনিট অতিরিক্ত সময়ের শেষ ১০ সেকেন্ড বাকি থাকার সময় গোল হজম করে বসল ইস্টবেঙ্গল। এডু বেডিয়ার ফ্রিকিক জড়িয়ে গেল জালে। ফলে লিগ টেবিলে আপাতত সবার নিচেই রইল ইস্টবেঙ্গল।